HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

খেলার মাঠে দর্শকদের খালেদা জিয়ার নামে স্লোগান দেয়ার দাবিটি সঠিক নয়

বুম বাংলাদেশ দেখেছে, খালেদা জিয়ার নামে দেওয়া স্লোগানের অডিও এডিট করে যুক্ত করে ভিডিওটি তৈরি করা হয়েছে।

By - Mamun Abdullah | 15 March 2024 4:41 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকে একটি স্টেডিয়ামে দর্শকদের একটি ভিডিও পোস্ট করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে হাজার হাজার দর্শক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে স্লোগান দিচ্ছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ২৫ ফেব্রুয়ারি 'Mahfujur Rahman Tarek' নামের একটি ফেসবুক আইডি থেকে একটি রিল ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে বলা হয়, "খেলার মাঠেও সবার মুখে খালেদা জিয়া।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে খেলার মাঠের দর্শকদের গান গাওয়ার ভিডিও এডিট করে খালেদা জিয়ার নামে দেওয়া স্লোগানের অডিও যুক্ত করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।

আলোচ্য ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'Wahed Studio' নামের একটি ইউটিউব চ্যানেলে একটি শর্ট ভিডিও খুঁজে পাওয়া যায়। একই চ্যানেলে গত ৮ ফেব্রুয়ারি "When shona phaki played on sylhet stadium" শিরোনামে ১৮ সেকেন্ডের একই ধরণের আরেকটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি দেখুন-- 

Full View

ভিডিওটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের একটি ম্যাচের দৃশ্যে 'Shona Pakhi' গান চলার সময়ের ফুটেজ এটি। 

ফেসবুকে প্রচারিত রিল ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট (বামে) ও বিপিএল খেলার মাঠে 'Shona Pakhi' গান চলার সময়ে ধারণ করা ইউটিউব ভিডিওটির স্ক্রিনশট (ডানে) পাশাপাশি দেখুন-- 


পাশাপাশি ছবি দেখে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে, দুটি ভিডিও একই। অরিজিনাল ভিডিওটি সম্পাদনার সাহায্যে 'মিরর' অপশন ব্যবহার করে রিভার্স মুডে নেয়া হয়েছে এবং গানের বদলে খালেদা জিয়ার নামে স্লোগান যুক্ত করা হয়েছে।

অন্যদিকে, উক্ত ভিডিওতে থাকা 'মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই' স্লোগানটির অডিও কি-ওয়ার্ড সার্চ করে বিএনপির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২২ সালে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেই ভিডিওতে ভাইরাল ভিডিওতে থাকা অডিওর সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। তবে এই ভিডিওর অডিওটি নাকি খালেদা জিয়ার নামে দেয়া ভিন্ন কোনো স্লোগানের অডিও আলোচ্য ভিডিওতে এটিড করে যুক্ত করা হয়েছে তা নিশ্চিত হতে পারেনি বুম বাংলাদেশ। ভিডিওটি দেখুন-- 

Full View

অর্থ্যাৎ বিপিএল খেলা চলাকালীন স্টেডিয়ামে গানের সাথে দর্শকদের উল্লাসের একটি ভিডিওতে খালেদা জিয়ার নামে দেয়া স্লোগানের অডিও যুক্ত করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং এডিটেড ভিডিও দিয়ে খেলার মাঠে খালেদা জিয়ার নামে দেয়া স্লোগান দেয়া হয়েছে বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories