HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওর শিশুটি ধ্বংসস্তুপে আটকে পড়েনি এবং ফিলিস্তিনেরও নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওতে দেখানো শিশুটি কোনো ধ্বংসস্তুপে আটকে পড়েনি এবং শিশুটি ফিলিস্তিনের নয় বরং সিরিয়ার।

By - Ummay Ammara Eva | 31 Oct 2024 11:51 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, শিশুটি ফিলিস্তিনের এবং শিশুটি একটি ধ্বংসস্তুপে আটকে পড়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ২৭ অক্টোবর 'Md Saidul Islam' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "ফিলিস্তিনি এই শিশু ধ্বংসস্তুপের নিচে থেকেই বাহিরে বের হওয়া জন্য আহাজারী💔🥺 আল্লাহ হাফেজ করুন"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্টচেক:

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। শিশুটি কোনো ধ্বংসস্তুপে আটকে পড়েনি বরং এটি একটি শিশুটিকে নিয়ে করা একটি সাধারণ ভিডিও। এছাড়া শিশুটি ফিলিস্তিনের নয় বরং সিরিয়ার।

ভিডিওটিতে দেখানো শিশুটির ব্যাপারে জানতে কি-ওয়ার্ড সার্চ করে 'userftdvvrl92i' নামে একটি টিকটক একাউন্ট থেকে গত ২৭ অক্টোবর পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "له البنت مافيها شي وعبتلعب وبطلع من مصرف البيت وهي مو بغزه بسوريا رجائا لابقا أحد ينشر عليها فديوهات أنها تحت الأنقاض مافيها شي الحمد الله" (মেয়েটির আর কোনো কাজ নেই সে শুধু সারাদিন খেলা করে এবং বাড়ির বাইরে বেরিয়ে আসতে চেষ্টা করে এবং সে সিরিয়ায় থাকে, গাজায় নয়।) (গুগল থেকে অনূদিত)। টিকটক ভিডিওটি দেখুন--

@userftdvvrl92i #الحمد ♬ original sound - Farah Chreim


উক্ত টিকটক একাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ২২ ঘন্টা আগে একটি পোস্ট করে শিশুটির ব্যাপারে বলা হয়, "একটি শিশু খেলছে শুধু, গুজব ছড়ানোর কোনো কোন প্রয়োজন নেই" (গুগল থেকে অনূদিত)। টিকটক পোস্টটি দেখুন--

@userftdvvrl92i #الفديو ♬ الصوت الأصلي - الغيث


এছাড়া ওই একই একাউন্ট থেকে এর আগে পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত হুবহু একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে আরো পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত টিকটক একাউন্টটিতে ওই একই শিশুর আরো ভিডিও খুঁজে পাওয়া যায়।

এর ভিত্তিতে আরো কি-ওয়ার্ড সার্চ করে ফ্যাক্টনামাহ ডট কম নামে ইরানভিত্তিক একটি ফ্যাক্টচেকিং সংস্থার ওয়েবসাইটে আলোচ্য শিশুটিকে নিয়ে প্রকাশিত ফ্যাক্টচেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই ফ্যাক্টচেক প্রতিবেদনে বলা হয়, শিশুটি গাজায় ধ্বংসস্তুপে চাপা পড়ে আছে দাবিটি সঠিক নয় বরং শিশুটি সিরিয়ার, নিজ বাসায় তার খেলা করার সময়ে ধারণ করা ভিডিও এটি।

অর্থাৎ আলোচ্য পোস্টে যুক্ত ভিডিওটিতে দেখানো শিশুটির ব্যাপারে বলা তথ্যটি সঠিক নয়। শিশুটি সিরিয়ার এবং আলোচ্য ভিডিওটি বাসায় তার খেলা করার সময়ে ধারণ করা হয়।

সুতরাং সিরিয়ার এক শিশুর খেলা করার ভিডিওকে ফিলিস্তিনের ধ্বংসস্তুপে আটকে পড়া শিশুর বলে দাবি করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories