সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে শিশুশিল্পী সিমরিন লুবাবার একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করা হচ্ছে। ফেসবুক পোস্টটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, এসো শিবির করি, ফুলের মতো জীবন গড়ি। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে,এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৫ জানুয়ারি 'Bangla Political জেলPosting' নামে একটি ফেসবুক গ্রুপে 'Copied Sarcasm' নামে একটি ফেসবুক পেজ থেকে "আলহামদুলিল্লাহ, 2025 সেশন, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, এসো শিবির করি, ফুলের মতো জীবন গড়ি।" ক্যাপশনে শিশুশিল্পী সিমরিন লুবাবার একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করা হয়। ফেসবুক পোস্টটির ক্যাপশনেও লেখা থাকতে দেখা যায়, "আলহামদুলিল্লাহ, 2025 সেশন, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, এসো শিবির করি, ফুলের মতো জীবন গড়ি।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন ক্যাপশনে শিশুশিল্পী সিমরিন লুবাবার করা একটি ফেসবুক পোস্টের ক্যাপশনকে এডিট করে আলোচ্য স্ক্রিনশট সদৃশ আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটির সত্যতা জানতে ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে সিমরিন লুবাবার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা একটি পোস্টে হুবহু আলোচ্য ছবিগুলো খুঁজে পাওয়া যায়। ছবিগুলো যুক্ত করে ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়, "Dont forget to say Mashallah 🤍"। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ আলোচ্য পোস্টের স্ক্রিনশটটি সঠিক নয়। সিমরিন লুবাবার একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট এডিট করে আলোচ্য স্ক্রিনশট সদৃশ ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং শিশুশিল্পী সিমরিন লুবাবার ফেসবুক পোস্টের এডিটেড স্ক্রিনশট বিভ্রান্তিকর তথ্য সহ প্রচার করা হচ্ছে ফেসবুকে।