সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওপার বাংলার অভিনেত্রী ও রন্ধনশিল্পী সুদীপার একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, বাংলাদেশে এসে গরুর মাংস রান্না করার কারণে জি বাংলা থেকে তথা চ্যানেলটিতে প্রচারিত 'সুদীপার রান্নাঘর' অনুষ্ঠান থেকে বাদ পড়লেন রন্ধনশিল্পী সুদীপা চ্যাটার্জী। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৭ জুন 'তন্ময় দেবনাথ' নামের পেজ থেকে পোস্ট করে বলা হয়, "বাংলাদেশে গিয়ে গরুর মাংস রান্না করার কারণে জি বাংলা থেকে বাদ পড়লেন সুদীপা চ্যাটার্জী ........."। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। সাম্প্রতিক বিতর্কের প্রায় দুই বছর আগেই জি বাংলায় সুদীপার রান্না বিষয়ক অনুষ্ঠান 'সুদীপার রান্নাঘর' শেষ হয়। এছাড়া জি বাংলা কর্তৃপক্ষও জানিয়েছে, সুদীপা ২০২২ সালের ডিসেম্বর মাসে শেষ জি বাংলার সাথে কাজ করেছিলেন। বহু আগে বন্ধ হয়ে যাওয়া সুদীপার অনুষ্ঠানটির সাথে সাম্প্রতিক বিতর্কের কোনো সম্পর্ক নেই।
বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে সুদীপার ফেসবুক পেজে গত ৩ জুন প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, তিনি বাংলাদেশের একটি রান্নার অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসছেন (সংক্ষেপিত)। একইভাবে দেশীয় গণমাধ্যম দেশ রূপান্তরের অনলাইন সংস্করণে গত ৪ জুন "রান্না করতে ঢাকায় সুদীপা" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এতেও উল্লেখ করা হয়, সুদীপা ৩ জুন সোমবার ঢাকায় এসেছিলেন। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ গত ৩ জুন রান্নার একটি অনুষ্ঠানের জন্য ঢাকায় এসেছিলেন ওপার বাংলার অভিনেত্রী ও রন্ধনশিল্পী সুদীপা। এই অনুষ্ঠানটি পরে গত ২৮ জুন ইউটিউবে প্রকাশিত হয়। প্রিভিউ দেখুন--
সুদীপার সাথে জি বাংলার সম্পর্ক কখন শেষ হয়েছিল?
এ বিষয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ওপার বাংলার জনপ্রিয় গণমাধ্যম 'আনন্দবাজার'-এর অনলাইন সংস্করণে ২০২২ সালের ১৭ ডিসেম্বর "দীর্ঘ ১৭ বছর পর শেষ হল ‘রান্নাঘর’, সুদীপার কান্না থামাতে কী করল চ্যানেল?" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, ১৭ বছর ধরে ঘড়ির কাঁটায় ৫টা বাজলেই জি বাংলায় নিত্যনতুন খাবারের রেসিপি নিয়ে হাজির হওয়া সুদীপার রান্নার অনুষ্ঠানের ইতি ঘটেছে। আর দেখা যাবে না সুদীপাকে। শেষ হয়ে গেল শেষ পর্বের শুটিং। ৩১ ডিসেম্বর শেষ বারের মতো সম্প্রচারিত হবে 'রান্নাঘর'। এর পরিবর্তে আসতে চলেছে অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের নতুন রিয়্যালিটি শো (সংক্ষেপিত)।
রান্নার অনুষ্ঠানটির শেষ এপিসোড শুটিংয়ের দিন তথা ১৬ ডিসেম্বর ২০২২ তারিখে নিজের ফেসবুক পেজ থেকে এবিষয়ে একটি লাইভও করেন সুদীপা। আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
এছাড়াও ভারতীয় ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান 'বুম বাংলা' এর একটি ফ্যাক্ট-চেকিং প্রতিবেদনে উল্লেখ করা হয়, আলোচ্য দাবিটির বিষয়ে জি বাংলা কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে চ্যানেলেটির পক্ষ থেকে দাবিটি সত্য নয় বলে জানানো হয়। আরো বলা হয়, সুদীপা ২০২২ সালের ডিসেম্বর মাসে শেষ জি বাংলার সাথে কাজ করেছিলেন। বহু আগে বন্ধ হয়ে যাওয়া সুদীপার অনুষ্ঠানটির সাথে সাম্প্রতিক বিতর্কের কোনো সম্পর্ক নেই।
অর্থাৎ সুদীপার সাথে জি বাংলার কাজ শেষ হয়েছিল প্রায় ২ বছর আগে।
এদিকে সুদীপা ঢাকায় আসার কিছুদিন আগে প্রকাশিত আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদন অনুযায়ী, জি বাংলা 'রন্ধনে বন্ধন' নামে পুনরায় আর একটা রান্নার শো এর শুরুর খবর পাওয়া যায়। এতে সঞ্চালক হিসেবে নাম জানা গেছে অভিনেতা গৌরব চক্রবর্তী অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের। একই প্রতিবেদনে বিষয়টিতে সুদীপার দুঃখ পাওয়া এবং ডিজিটাল মাধ্যমে নিজেদের প্রযোজনায় নিজের রান্না বিষয়ক শো 'সুদীপার সংসার' শুরু করার কথাও জানা যায়। নতুন শো এর বিষয়ে সুদীপার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টের প্রিভিউ দেখুন--
যেহেতু এসব ঘটনা সুদীপার বাংলাদেশে আসার আগের সেহেতু বাংলাদেশে হওয়া অনুষ্ঠানের মধ্যকার একটি বিতর্কের কারণে জি বাংলা তাকে চাকরি থেকে বাদ দেওয়ার কোনো সুযোগই নেই। কারণ তিনি এর বেশ আগে থেকেই জি বাংলার সাথে সংযুক্ত নেই।
উল্লেখ্য বাংলাদেশের একটি রান্নার অনুষ্ঠানে সুদীপার উপস্থিতিতে গরুর মাংস রান্না করার বিষয়টি প্রচারিত হলে সামাজিক মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের ব্যবহারকারীদের মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ দেখা যায়। পরবর্তীতে সামাজিক মাধ্যমে 'গরুর মাংস রান্নার কারণে জি বাংলা থেকে তাকে বাদ দেওয়া হয়' শীর্ষক দাবিটি প্রচারিত হয়েছে।
সুতরাং সামাজিক মাধ্যমে 'বাংলাদেশে গরুর মাংস রান্না করার কারণে জি বাংলা থেকে বাদ পড়লেন রন্ধনশিল্পী সুদীপা চ্যাটার্জী' মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে; তা বিভ্রান্তিকর।