HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

'জুলি' সিনেমা নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, 'জুলি' সিনেমায় ফেরদৌস ও রিয়াজের একসাথে কাজ করার খবরটি সঠিক নয়।

By - Tausif Akbar | 18 Jan 2024 3:09 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমের পেজ সহ সাধারণ পেজ এবং গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, জুলি নামের একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস এবং চিত্রনায়ক রিয়াজ। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে

গত ১৪ জানুয়ারি দৈনিক ইত্তেফাকের ভেরিফাইড ফেসবুক পেজ 'Daily Ittefaq' থেকে "জুলি’কে নিয়ে একসঙ্গে আসছেন রিয়াজ-ফেরদৌস" শিরোনামের খবরের লিংক যুক্ত করে একটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে বলা হয়, "সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শেষের দিকে অথবা মার্চে এর দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছেন ছটকু আহমেদ।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--



সময় টেলিভিশনদৈনিক ইত্তেফাক, দৈনিক সমকাল, ঢাকা টাইমস, রাইজিং বিডিঢাকা মেইল, বাংলা ইনসাইডার, সময়ের কণ্ঠস্বরজুম বাংলা সহ বিভিন্ন গণমাধ্যম একই খবর প্রচার করেছে।


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। 'জুলি' সিনেমায় অভিনেতা রিয়াজের অভিনয়ের খবরটি এখন পর্যন্ত সত্য নয় বলে অভিনেতা নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন। এছাড়া, সিনেমাটির পরিচালক ছটকু আহমেদ বুম বাংলাদেশকে জানিয়েছেন, 'জুলি' একজন নায়ক বিশিষ্ট গল্পের একটি সিনেমা। তাই নিয়ে ফেরদৌস ও রিয়াজের সাথে আলোচনা করে যেকোনো একজনকে নিয়ে তিনি কাজ করবেন। সুতরাং এই সিনেমায় ফেরদৌস ও রিয়াজের একসাথে কাজ করা সংক্রান্ত খবরটি সঠিক নয়।

কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে চিত্রনায়ক রিয়াজ আহমেদ এর ভেরিফাইড ফেসবুক পেজে গত ১৪ জানুয়ারি এ সংক্রান্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়, "প্রিয় বন্ধুগণ, সামাজিক মাধ্যমে এ ধরনের একটি সিনেমার খবর আমার দৃষ্টিগোচর হয়েছে। এই নামের/এই কাস্টিং এর অথবা উক্ত পরিচালকের সাথে এ বিষয়ে আমার কোন কথা বা যোগাযোগ হয়নি। বিষয় টি তাই একটি গুজব বলে আমার কাছে প্রতীয়মান। প্রিয় সাংবাদিক ভাই কে, এ ধরনের সংবাদ প্রচারের আগে, আরও দায়িত্ববান হবার জন্য অনুরোধ করছি"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



এদিকে এই সিনেমার বিষয়ে এর পরিচালক ছটকু আহমেদ এর কাছে জানতে চাইলে ১৭ জানুয়ারি তিনি বুম বাংলাদেশকে বলেন, ''আমি বলেছি ফেরদৌস অথবা রিয়াজের মধ্যে একজনকে নিয়ে সিনেমা করবো। সিনেমার গল্পটিই মূল চরিত্র একক নায়ক বিশিষ্ট। রিয়াজের সাথে আমার কথা হয়নি এখনো। ফেরদৌসের সাথে মিটিং করার কথা হয়েছে''। তিনি আরো বলেন, ফেরদৌস ও রিয়াজ উভয়কে নিয়ে 'জুলি' সিনেমায় কাজ করবেন এমন কথা তিনি কাউকে বলেননি।

অর্থাৎ 'জুলি' সিনেমায় চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজ একসাথে অভিনয় করবেন এ খবরটি সঠিক নয়। রিয়াজ যেমন এই নামের কোনো সিনেমার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন, তেমনি আলোচ্য সিনেমাটির পরিচালক ছটকু আহমেদও বলেছেন, রিয়াজের সাথে তাঁর এখনো এ বিষয়ে কথা হয়নি। যেহেতু প্রধান চরিত্রে একক নায়ক বিশিষ্ট গল্পের সিনেমা তাই ফেরদৌস ও রিয়াজের সাথে মিটিং করে তিনি যেকোনো একজনকে নিয়ে কাজ করবেন। অর্থাৎ গল্প অনুযায়ী দুজনকে একসাথে নিয়ে কাজ করার সুযোগও নেই।

এছাড়া, কোনো কোনো গণমাধ্যমে সদ্য নির্বাচিত সংসদ সদস্য অভিনেতা ফেরদৌস 'জুলি' সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এবং ওই সিনেমায় রিয়াজও থাকবেন বলে খবর প্রকাশ করেছে, যা ভিত্তিহীন।

সুতরাং গণমাধ্যমসহ ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে জুলি সিনেমায় রিয়াজ-ফেরদৌস একসাথে অভিনয় করবেন বলে যে খবর প্রচার করা হচ্ছে; তা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories