সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামি বক্তা মুফতি কাজী ইব্রাহীম এর একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, তিনি মারা গেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
আজ ২ আগস্ট 'Rafiqul Islam Satkania' নামের অ্যাকাউন্ট থেকে ইসলামি বক্তা মুফতি কাজী ইব্রাহীম এর ছবি যুক্ত করে পোস্টে বলা হয়, "গতকাল আলেম কুলের শিরমনি মুফতি কাজী ইব্রাহীম সাহেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ উনাকে জান্নাতের মাকাম দান করুন আমিন"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ইসলামি বক্তা মুফতি কাজী ইব্রাহীম মারা যাননি। তাঁর ফেসবুক পেজ থেকেই তথ্যটিকে গুজব বলে জানানো হয়েছে। এ বছরের জানুয়ারিতেও তাঁর মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল।
বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে মুফতি কাজী ইব্রাহীম এর ফেসবুক পেজ থেকে আজ ২ আগস্ট তথ্যটিকে মিথ্যা বলে একজন এডমিন পোস্ট করেছেন এমন পোস্ট পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, "উস্তাজ শায়খ "মুফতি কাজী ইব্রাহীম" হাফিজাহুল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ হুজুরকে নেক হায়াতে তাইয়েবা দান করুন (আমীন)।...... এডমিন"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পেজটি মুফতি কাজী ইব্রাহীম এর অফিশিয়াল ফেসবুক তা পেজটিতে প্রকাশিত (ফিচার্ড পোস্টে) মুফতি কাজী ইব্রাহীম এর একটি ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়। এমনকি পেজটিতে মুফতি কাজী ইব্রাহীম'কে লাইভে আসতে দেখা যায় (১, ২, ৩)। অফিশিয়াল ফেসবুক পেজ বিষয়ক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পোস্টটির প্রিভিউ দেখুন-
এমনকি মূলধারার কোনো গণমাধ্যমেও আলোচ্য দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে অনলাইন সংবাদমাধ্যম 'দ্য ডেইলি ক্যাম্পাস' এ মুফতি কাজী ইব্রাহীম এর অফিশিয়াল পেজ থেকে প্রকাশিত স্ট্যাটাসের বরাতে খবরটিকে গুজব বলে প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থাৎ মুফতি কাজী ইব্রাহীম মারা যাননি।
উল্লেখ্য এর আগে এই বছরের জানুয়ারিতেও তাঁর মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল।
সুতরাং সামাজিক মাধ্যমে 'মুফতি কাজী ইব্রাহীম মারা গেছেন' মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা বানোয়াট ও বিভ্রান্তিকর।