সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে অখ্যাত একটি পোর্টালের লিংক শেয়ার করে বলা হচ্ছে, বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যু হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৮ আগস্ট "Ntv | এন টিভি" নামের একটি পাবলিক গ্রুপে "Anowar Haldar" নামের একটি আইডি থেকে অখ্যাত একটি পোর্টালের লিংক শেয়ার করে লেখা হয়, "চলচ্চিত্রের মহানায়ক প্রবীর মিত্র আর নেই, না ফেরার দেশে চলে গেলেন"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুর খবরটি ভিত্তিহীন এবং খবরের শিরোনামে তাঁর মৃত্যুর কথা লেখা হলেও খবরের বিস্তারিত অংশে কোন লেখা নেই, তবে সেখানে প্রবীর মিত্রের সাক্ষাৎকারের একটি ভিডিও জুড়ে দেয়া রয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে গত ১২ আগস্ট চ্যানেল আই অনলাইনে "প্রবীর মিত্রের ঘরবন্দি জীবন, ফিরতে চান অভিনয়ে" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, বার্ধক্যজনিত কারণে এখন বাড়িতেই অবস্থান করছেন প্রবীর মিত্র। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, নানাভাবে বিভিন্ন কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুর কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। প্রবীর মিত্রের মত একজন জনপ্রিয় অভিনেতার মৃত্যু হলে গণমাধ্যমে সেই সংবাদ প্রকাশিত না হওয়া অস্বাভাবিক। অর্থ্যাৎ অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুর খবরটি ভিত্তিহীন।
এদিকে আলোচ্য ফেসবুক পোস্টের লিংকে অখ্যাত অনলাইন পোর্টালটি শিরোনামে প্রবীর মিত্রের মৃত্যুর খবর লেখা হলেও খবরের বিস্তারিত অংশে গিয়ে দেখা গেছে কোন লেখা নেই। তবে সেখানে অভিনেতা প্রবীর মিত্রের একটি সাক্ষাৎকারের ভিডিও যুক্ত করা হয়েছে। ভিডিওটির বিষয়বস্তু ধরে সার্চ করে ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর "Newsg Lifestyle" নামের একটি ইউটিউব চ্যানেলে "কেমন আছেন প্রবীর মিত্র ? | Prabir Mitra | Actor | Newsglifestyle" শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটি আর অখ্যাত ওই পোর্টালটির ভিডিওটি একই। ইউটিউব ভিডিওটি দেখুন---
অর্থাৎ অখ্যাত পোর্টালে প্রকাশিত খবরের শিরোনামে প্রবীর মিত্রের মৃত্যুর খবর দেয়া হলেও খবরের বিস্তারিত অংশে কোন লেখা নেই এবং সেখানে জুড়ে দেয়া ভিডিওর বিষয়বস্তুও ভিন্ন।
সুতরাং চটকদার শিরোনাম দিয়ে বিস্তারিত অংশে কোনো তথ্য উল্লেখ না করেই প্রবীর মিত্রের মৃত্যুর খবর প্রকাশ করা হচ্ছে যা বিভ্রান্তিকর।