HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পুরোনো ছবি দিয়ে রুমিন ফারহানার অসুস্থতার ভুয়া খবর প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ব্যারিস্টার রুমিন ফারহানা গত আগস্ট মাসে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলে আলোচ্য ছবিটি ধারণ করা হয়।

By - Ummay Ammara Eva | 30 Dec 2023 1:13 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অসুস্থ। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে

গত ৮ নভেম্বর 'রুমিন ফারহানা ✅' নামের একটি ফেসবুক গ্রুপে 'Xstylish Amdad' নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "দোয়ার দরখাস্ত, ব্যারিষ্টার রুমিন ফারহানা মেডাম খুব অসুস্থ আপনারা সবাই উনার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করবেন আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থতা দান করেন।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। বিএনপির আন্তর্জাতিক‌ বিষয়ক সহসম্পাদক এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা গত আগস্ট মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেসময়ে ব্যারিস্টার রুমিন ফারহানাকে দেখতে হাসপাতালে যান বিএনপি'র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। আলোচ্য ছবিটি ওইসময়ে ধারণ করা হয়।

আলোচ্য ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ 'BNP Media Cell'-এ একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। "অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির আন্তর্জাতিক‌ বিষয়ক সহসম্পাদক ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার, আগস্ট ১২, ২০২৩, ব্যারিস্টার রুমিন ফারহানাকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি'র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এসময় ডা. রফিকুল ইসলাম অসুস্থ রুমিন ফারহানার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।" ক্যাপশনে করা ওই ফেসবুক পোস্টে আলোচ্য ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। আলোচ্য ছবিটি বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পোস্টে প্রাপ্ত ওই ছবিটি থেকে কেটে নেওয়া হয়েছে বলে ধারণা করা যায়। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View

এদিকে কি-ওয়ার্ড সার্চ করে গত ২৬ ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ইউটিউব চ্যানেলে "কেন লাপাত্তা বিএনপির নেতারা? কড়া জবাব রুমিন ফারহানার | Rumeen Farhana | BNP | Rajniti | Jamuna TV" শিরোনামে একটি টক শো-তে অংশগ্রহণ করতে দেখা যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View 

এছাড়াও, নিজের ফেসবুক একাউন্ট এবং ইউটিউব চ্যানেলে তাকে সক্রিয় থাকতে দেখা গেছে।

অর্থাৎ ব্যারিস্টার রুমিন ফারহানার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার ছবিটি সাম্প্রতিক নয় বরং পুরোনো। এছাড়া এই মুহূর্তে রুমিন ফারহানা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নন।

সুতরাং পুরোনো ছবি দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার অসুস্থতার ভুয়া খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories