সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিন বলেছেন, আওয়ামী লীগের গত ১৫ বছরের অর্জন হল ৪০ শতাংশ মানুষের ভোট দিতে আসা; তন্মধ্যে ৩৮ শতাংশই জাল ভোট আর বাকী ২ শতাংশ সঠিক। সাংবাদিক হিসেবে তিনি লজ্জিত বলেও মন্তব্য করেছেন বলে পোস্টে দাবি করা হয়। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
গত ৮ জানুয়ারি 'রুমিন ফারহানা ✅' নামে একটি ফেসবুক গ্রুপে 'Miskat Arman' নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে বলা হয়, "সাংবাদিক খালেদ মহিউদ্দিনের মন্তব্য.. ৭০ উইকেটের বিনিময়ে অর্জন ৪০% তার মধ্যে ৩৮% জাল ২% কাস্ট গত ১৫ বছরে এটাই তাদের অর্জন! সাংবাদিক হিসেবে আমি লজ্জিত। খালেদ মহিউদ্দিন"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, কোনো কোনো ফেসবুক পোস্টে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের বক্তব্য দেওয়ার একটি ভিডিও যুক্ত করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য পোস্টে উল্লেখ করা এমন কোনো মন্তব্য করেননি বলে বুম বাংলাদেশকে জানিয়েছেন জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিন।
প্রথমত, বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করে ডয়েচে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিনের করা এরকম কোনো মন্তব্য তাঁর ফেসবুক পেজ, ডয়েচে ভেলের বাংলা বিভাগের ফেসবুক পেজ, ডয়েচে ভেলের বাংলা বিভাগের ওয়েবসাইট কিংবা অন্য কোনো গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।
দ্বিতীয়ত, ফেসবুক পোস্টে যুক্ত ভিডিওটির উৎস খুঁজতে সার্চ করে ডয়েচে ভেলে বাংলার ফেসবুকে পেজে নির্বাচন চলাকালে গত ৭ জানুয়ারি ধারণ করা একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিতে খালেদ মহিউদ্দিনকে কথা বলতে দেখা গেলেও তাকে কোথাও আলোচ্য মন্তব্যটি করতে শোনা যায়নি। ডয়েচে ভেলে বাংলার ফেসবুকে করা লাইভ ভিডিওটি দেখুন--
অর্থাৎ আলোচ্য পোস্টে যুক্ত হুবহু ভিডিওটি খুঁজে পাওয়া গেলেও পুরো ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা গেছে, সেখানে খালেদ মহিউদ্দিন নির্বাচনের ভোট সংক্রান্ত আলোচ্য মন্তব্য করেননি।
এদিকে, সাংবাদিক খালেদ মহিউদ্দিনের নামে আলোচ্য উক্তিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে, এর সত্যতা জানতে তাঁর সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। নির্বাচন বা ভোট সংক্রান্ত আলোচ্য মন্তব্য বা এরকম কোনো মন্তব্য তিনি করেননি বলে বুম বাংলাদেশকে জানিয়েছেন। বলেছেন, "এটি ভুয়া"।
অর্থাৎ ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে "৭০ উইকেটের বিনিময়ে অর্জন ৪০% তার মধ্যে ৩৮% জাল ২% কাস্ট গত ১৫ বছরে এটাই তাদের অর্জন! সাংবাদিক হিসেবে আমি লজ্জিত।" এমন কোনো মন্তব্য ডয়েচে ভেলের সাংবাদিক খালেদ মহিউদ্দিন করেননি।
সুতরাং সাংবাদিক খালেদ মহিউদ্দিনের মন্তব্য হিসেবে দাবি করে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।