সামাজিক মাধ্যম ফেসবুকে বিজেপি (বাংলাদেশ জাতীয় পার্টি)'র চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ'র একটি ভাষণের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, আওয়ামী লীগ থেকে সরে বিএনপিতে যোগদান করেছেন পার্থ। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ৫ মে 'শ্যামপুর ইউনিয়ন বিএনপি' নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "আওয়ামী লীগ থেকে সরে বিএনপিতে যোগ দিলেন আন্দালিব রহমান পার্থ।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ১৯৯৯ সাল থেকে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আন্দালিব রহমান পার্থ'র দল বিজেপি (বাংলাদেশ জাতীয় পার্টি) বিএনপির নেতৃত্বাধীন জোটের অংশ ছিল। ২০১৯ সালে বিজেপি বিএনপির ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যায়। বিএনপির সাথে জোটে থাকাকালে দেওয়া পুরোনো একটি ভাষণের ভিডিও পোস্ট করে বিজেপি চেয়ারম্যান পার্থ'র বিএনপিতে যোগদানের ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। এছাড়াও, সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন জোটে বিজেপির পুনরায় সম্পৃক্ত হওয়ার কোনো সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
আলোচ্য ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০১৮ সালের ৬ নভেম্বর 'Return Tv' নামের একটি ইউটিউব চ্যানেলে 'পার্থর গরম বক্তব্য ঐক্যফ্রন্টের জন সবায় Andaleeve Rahman Partho Latest speech 2018' শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। আলোচ্য ভিডিওটি এবং ইউটিউবে প্রাপ্ত ভিডিওটি হুবহু এক। ভিডিওটির বর্ণনা অংশ থেকে জানা যায়, ঐক্যফ্রন্টের এক জনসভায় আন্দালিব রহমান পার্থ ঐক্যফ্রন্টের মঞ্চে বক্তব্য রাখেন। উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি ও গণফোরামসহ কয়েকটি দল নিয়ে গঠিত হয় জাতীয় ঐক্যফ্রন্ট জোট। ইউটিউব ভিডিওটি দেখুন--
এছাড়াও, ২০১৮ সালের ৭ নভেম্বর 'Creative Multimedia' নামে আরেকটি ইউটিউব চ্যানেলেও 'ঐক্যফ্রন্টের জনসভায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর আগুন ঝরা বক্তব্য' শিরোনামে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি দেখুন--
উল্লেখ্য, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ২০০৪ সাল থেকে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)'র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজেপি ১৯৯৯ সাল থেকে বিএনপির সাথে জোট করে নির্বাচন করে আসছিল। তিনি, ২০০৮ সালে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০১৯ সালে ঐক্যফ্রন্টমুখিতার কারণে বিএনপির সাথে রাজনীতি করার সুযোগের অভাব হয়ে যাচ্ছে এরকম অভিযোগ তোলে বিজেপি। এই অভিযোগের প্রেক্ষিতেই বিএনপির সাথে ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যায় বিজেপি। অর্থ্যাৎ, দল হিসেবে বিজেপি এবং বিজেপির চেয়ারম্যান হিসেবে আন্দালিব রহমান পার্থ কখনোই আওয়ামী লীগের অংশ ছিলেন না। বরং, বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে দলটি দীর্ঘদিন রাজনীতি করেছে। পরবর্তীতে, বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে যায় আন্দালিব রহমান পার্থ'র দল।
অর্থ্যাৎ আন্দালিব রহমান পার্থ বিএনপি জোটের অংশীদার দল হিসেবে রাজনীতি করার সময়ে তিনি ওই ভাষণ দেন। তবে, পরবর্তীতে পার্থ বিএনপির জোট থেকে বেরিয়ে যান। এছাড়াও বিভিন্ন কি-ওয়ার্ড সার্চ করে আন্দালিব রহমান পার্থের সম্প্রতি বিএনপিতে যোগদানের কোনো সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং পুরোনো ভিডিও প্রচার করে আন্দালিব রহমান পার্থ'র বিএনপিতে যোগদানের ভুয়া খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।