HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সিম্পসন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করেনি

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সিম্পসন কার্টুনে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভবিষ্যদ্বাণী করা হয়নি।

By - Tausif Akbar | 29 Jun 2024 1:51 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিম্পসন কার্টুনের একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, সিম্পসন কার্টুনে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এখানে

গত ২৭ জুন 'UFO' নামের একটি পেজ থেকে ছবিটি পোস্ট করা হয়। ছবিতে উল্লেখ করা হয়, "THE SIMPSONS HAVE PREDICTED THE 2026 WORLD CUP FINAL!"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। সিম্পসন কার্টুনে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভবিষ্যদ্বাণী করা হয়নি। মূলত এপিসোডটিতে মেক্সিকো-পর্তুগাল ম্যাচটির কোনো সময়কালই উল্লেখ করা হয়নি। সিম্পসন কার্টুন নিয়ে আগেও ফিফা বিশ্বকাপ ফাইনালের ভবিষ্যদ্বাণী সংক্রান্ত ভুল তথ্য ছড়াতে দেখা গেছে।

এ সংক্রান্ত দাবির একটি ভিডিওর স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে অনলাইন পাবলিশিং প্ল্যাটফর্ম 'মিডিয়াম'-এ গত ২০১৬ সালের ২ নভেম্বর "The day The Simpsons discovered soccer" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, আলোচ্য সিম্পসন কার্টুন এপিসোডটির শিরোনাম 'The Cartridge Family' যেটি নবম সিজনের পঞ্চম এপিসোড এবং ১৯৯৭ সালের ২ নভেম্বর প্রকাশিত হয়। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে সিম্পসন কার্টুনের ঐ এপিসোডটিতে দেখা যায়, ম্যাচটি কখন (সাল) অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে কোনো তথ্য এপিসোডে উল্লেখ করা হয়নি। পূর্ণ এপিসোডটি দেখা যাবে এখানে। এপিসোডটির প্রাথমিক অংশের প্রিভিউ দেখুন--

Full View


পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে দেখা যায়, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের আগেও একই এপিসোডকে ঘিরে একই দাবি প্রচার করা হয়েছিল। যদিও সে বছর বিশ্বকাপে ফাইনাল খেলেছিল ফ্রান্স ও ক্রোয়েশিয়া। এ বিষয়ে ২০১৮ সালের জুনে প্রকাশিত বিবিসি'র একটি প্রতিবেদনেও উল্লেখ করা হয়, সিম্পসন কার্টুনটিতে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সময়কাল উল্লেখ করা হয়নি। স্ক্রিনশট দেখুন--


এছাড়াও এপিসোডটিতে দেখানো হয়, মেক্সিকো-পর্তুগালের ম্যাচটি 'স্প্রিংফিল্ড' স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। তবে ফিফার অফিশিয়াল সাইটে প্রকাশিত সময়সূচী অনুযায়ী ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে। দেখুন--



অর্থাৎ সিম্পসন কার্টুনে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভবিষ্যদ্বাণী করা হয়নি।

সুতরাং সামাজিক মাধ্যমে সিম্পসন কার্টুনে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভবিষ্যদ্বাণী করা হয়েছে মর্মে প্রচারিত তথ্য বিভ্রান্তিকর।

Tags:

Related Stories