সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে ক্রিকেটার সাকিব আল হাসানের জনসভার একটি ভাষণের শুরুতে জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া সালামের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি সালাম দিতে পারেন না, এটা লজ্জার। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৪ জানুয়ারি 'হৃদয়ের বন্ধন' নামের একটি পেজ থেকে একটি রিলস ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "সাকিব সালাম দিতে পারেনা।" রিল ভিডিওটির উপরে লেখা রয়েছে, "আফসোস দুনিয়ার সবকিছু শিখলে কিন্তু সালাম ও বিসমিল্লাহ শিখতে পারলে না" এবং "একজন সেলিব্রেটি সালাম দিতে পারে না এটা অনেক বড় লজ্জা"। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ফরিদপুরে সাকিব আল হাসানের নির্বাচনী জনসভার অরিজিনাল ভিডিওকে এডিট মাধ্যমে তার দেয়া সালাম বিকৃত করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে। তবে এতে দেখা গেছে বিসমিল্লাহহির রাহমানির রাহিম তিনি স্পষ্টভাবে বলতে পারেননি বা বলেননি।
ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে "ফরিদপুরে শেখ হাসিনার জনসভায় সাকিব আল হাসান কি বললেন" শিরোনামে Banglarmukh নামের একটি ইউটিউব চ্যানেলে অরিজিনাল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। যার সঙ্গে আলোচ্য ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওটির শুরুর ৪৩ সেকেন্ডে সাকিব আল হাসানকে জনসাধারণের উদ্দেশ্যে সালাম দিতে দেখা যায়। যেখানে তাকে বলতে শোনা যায়, আসসালামু আলাইকুম। যদিও আলোচ্য ভিডিওতে ‘লা’ শব্দটি বাদ দিয়ে ‘আসসামু আলাইকুম’ হিসেবে প্রচার করা হয়েছে। তবে এতে শোনা গেছে 'বিসমিল্লাহহির রাহমানির রাহিম' এর স্থলে তিনি 'বিসমিল্লাহহির রাহিম' বলেছেন। অরিজিনাল ভিডিওটি দেখুন--
অর্থ্যাৎ জনসভায় দেওয়া ভাষণের ভিডিওতে সাকিব আল হাসানের দেয়া সালামকে এডিট করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং এডিট করে সাকিবের সালামকে বিকৃত করে তিনি সালাম দিতে পারেন না বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।