HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ক্রিকেট ছেড়ে পুলিশে যোগ দেননি শাদাব খান

বুম বাংলাদেশ দেখেছে, পাঞ্জাব রাজ্য পুলিশ শাদাবকে সম্মানসূচক ডিএসপি পদে নিয়োগ দিয়েছেন, তিনি ক্রিকেট ছাড়েননি।

By - Mamun Abdullah | 25 Dec 2023 11:48 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে পাকিস্তান ক্রিকেট দলের অলরাউন্ডার শাদাব খানের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি ক্রিকেট ছেড়ে পুলিশে যোগ দিয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ৩ ডিসেম্বর 'TREND SCORE BD' নামের একটি পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে বলা হয়, "ক্রিকেট ছেড়ে পুলিশে যোগ দিলেন পাকিস্তানের শাদাব খান । পেলেন ডিএসপির পদ।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 


ফ্যাক্ট চেক: 

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, পাকিস্তান ক্রিকেট দলের অলরাউন্ডার শাদাব খানকে সম্মানসূচক ডিএসপি পদে নিয়োগ দেয় পাঞ্জাব রাজ্য পুলিশ। যার দুইটি ছবি যুক্ত করে নিজের ফেসবুক পেজে একটি পোস্টও করেন শাদাব খান। তার ক্রিকেট ছেড়ে দেয়ার দাবিটি ভিত্তিহীন।

কি-ওয়ার্ড সার্চ করে, শাদাব খান ক্রিকেট ছেড়েছেন বলে গণমাধ্যমে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে, একই সার্চের মাধ্যমে তাকে পুলিশের সম্মানসূচক ডিএসপি পদে নিয়োগ দেওয়ার বিষয়ে একাধিক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। Cricketer Shadab Khan Gets Honorary Rank In Pak Police, Shares Pics শিরোনামে এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়, "পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খানকে সম্প্রতি দেশের পাঞ্জাব প্রদেশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ-এর সম্মানসূচক পদে ভূষিত করা হয়েছে।" স্ক্রিনশট দেখুন--


কি-ওয়ার্ড সার্চ করে Shadab Khan এর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট পাওয়া যায়। যেখানে তিনি বলেন, "পাঞ্জাব পুলিশের আইজি আমাকে সম্মানজনক ডিএসপি পদে নিয়োগ দেন। ভিন্ন একটা জায়গায় সেবা করার সুযোগ দেওয়ায় আমি সম্মানিত। আমি পরবর্তী জেনারেশনকে সরকারি সেক্টরে যুক্ত হয়ে সেবা করার প্রতি উৎসাহিত করি।" পোস্টটি দেখুন-- 

Full View

অর্থাৎ পাকিস্তানি ক্রিকেটার শাদাব খান ক্রিকেট ছেড়ে পুলিশের চাকুরিতে নিযুক্ত হওয়ার দাবিটি সঠিক নয়।

সুতরাং ক্রিকেট ছেড়ে শাদাব পুলিশে যোগ দিয়েছেন বলে যে দাবি প্রচার করা হচ্ছে, তা বিভ্রান্তিকর।

Related Stories