সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজে শিক্ষামন্ত্রীর উদ্ধৃতি দিয়ে পোস্ট করে বলা হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে এবং এখানে।
গত ১৮ জানুয়ারি 'Atiqur Rahman Shishir' নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে বলা হয়, "ভাই বোনেরা রেডি তো আবার ও শনিবার ও স্কুল কলেজ সবকিছু খোলা থাকবে,বলেছেন (শিক্ষামন্ত্রী)।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, সম্প্রতি নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল চলতি শিক্ষাক্রমের সমালোচনা করলেও শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের ব্যাপারে কোন কথা বলেননি।
কি-ওয়ার্ড সার্চ করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের ব্যাপারে শিক্ষামন্ত্রীর কোনো মন্তব্য সংক্রান্ত গণমাধ্যমে কোন সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এমনকি শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েবসাইটে গিয়েও এ ধরণের কোন বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--
অন্যদিকে, কি-ওয়ার্ড সার্চ করে নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাম্প্রতিক সময়ে দেওয়া বিভিন্ন বক্তব্য গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়। নতুন শিক্ষা কারিকুলামের সমালোচনা, নিম্নমাধ্যমিক স্তরের শিক্ষাকে অবৈতনিক ইত্যাদি বিষয়ে তাকে মন্তব্য করতে দেখা যায়। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি নিয়ে শিক্ষামন্ত্রীর কোনো বক্তব্য সংক্রান্ত কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে আরো নিশ্চিত হতে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। শিক্ষা মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে ফেসবুকে প্রচারিত তথ্যটি ভুয়া।
অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়নি এবং এ বিষয়ে কোনো বক্তব্য দেননি শিক্ষামন্ত্রী।
সুতরাং শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলে যে খবর ফেসবুকে প্রচার করা হচ্ছে, তা বিভ্রান্তিকর।