সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিটি শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডের। কেউ কেউ আবার দাবি করছেন, মৃত্যুর পর দাহ করলেও নষ্ট না হওয়া এই হৃৎপিণ্ডটি পুরির জগন্নাথ মন্দিরে সংরক্ষিত আছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৮ জানুয়ারি 'ওঁ নমঃ শিবায়' নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে বর্ণনায় যা লেখা হয়েছে, তা দেখুন স্ক্রিনশটে--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের বর্ণনায় করা দাবিটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, দিমিত্রি সাইকালোভ নামের এক রুশ শিল্পীর তৈরি শিল্পকর্ম এটি।
রিভার্স ইমেজ সার্চ করার পর, ছবিটি একাধিক ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়। তন্মধ্যে, কুলহান্টিং (Coolhunting.com) নামের একটি ওয়েবসাইটে এই ছবিটি প্রকাশ করে লেখা হয়েছে, প্রখ্যাত রুশ শিল্পী দিমিত্রি সাইকালোভ এর (Dimitri Tsykalov) তৈরি হৃৎপিণ্ড রেপ্লিকা এটি। স্ক্রিনশট দেখুন--
একই ছবি শিল্পীর ওয়েবসাইট ও অন্য একটি ইনস্টাগ্রাম একাউন্টেও একই দাবি সহ পোস্ট করতে দেখা যায়। দেখুন দিমিত্রি সাইকালোভ এর ওয়েবসাইটের স্কিনশট--
দেখুন ইন্সটাগ্রাম একাউন্টে পোস্ট করা ছবি--
অর্থাৎ এটি শিল্পকর্ম, কোনো হৃৎপিণ্ড নয়। সুতরাং শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড দাবি করে করা পোস্টগুলো বিভ্রান্তিকর।