HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

রোনালদো একমাত্র অধিনায়ক নন যিনি ইউরো ২০২০ এ রেইনবো আর্মব্যান্ড পরেননি

বুম বাংলাদেশ দেখেছে, রোনালদো ছাড়াও একাধিক দেশের অধিনায়কগণ রেইনবো আর্মব্যান্ড পরেননি। এটি পরা বাধ্যতামূলকও ছিলনা।

By - Tausif Akbar | 30 Jun 2024 8:51 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, রোনালদো একমাত্র অধিনায়ক যিনি ইউরো ২০২০ এ রেইনবো আর্মব্যান্ড পরেননি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ১৬ জুন 'ফুটবল লাভারস' নামের একটি পেজ থেকে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, "ইউরো ২০২০-তে উয়েফা (ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন) সকল দলের অধিনায়কদের "OneLove" ব্যান্ড পরিধান করার নির্দেশ দিয়েছিল। এই ব্যান্ডটি বিভিন্ন ধরণের বৈষম্যের বিরুদ্ধে ঐক্য ও সহনশীলতার এলজিবিটিকিউ+ (লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, কুইয়ার এবং ইন্টারসেক্স) গর্ব ও সামাজিক আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু, পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছিলেন একমাত্র ইউরোপীয় অধিনায়ক যিনি এই ব্যান্ডটি পরিধান করেননি।"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



এখানে, আলোচ্য ছবিতে জার্মান অধিনায়ক ম্যানুয়েল নুয়্যার 'ওয়ান লাভ' আর্মব্যান্ড পরেননি বরং তিনি 'রেইনবো' আর্মব্যান্ড পরেননি। দাবিগুলোতে রেইনবো আর্মব্যান্ডকে 'ওয়ান লাভ' আর্মব্যান্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়াও একাধিক দেশের অধিনায়কগণ রেইনবো আর্মব্যান্ড পরেননি। এছাড়া এটি পরা বাধ্যতামূলকও ছিলনা।

আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে স্টক ইমেজ সাইট 'এলামি'-তে ২০২১ সালের ১৯ জুন অনুষ্ঠিত হওয়া পর্তুগাল-জার্মানির মধ্যকার ম্যাচের আলোচ্য ছবিটির পূর্ণাঙ্গ সংস্করণ পাওয়া যায়। দেখুন--



ছবিতে দেখা যাচ্ছে, জার্মান অধিনায়ক ম্যানুয়েল নুয়্যার 'রেইনবো' আর্মব্যান্ড পড়েছেন। আর পর্তুগালের অধিনায়ক রোনালদো 'রেসপেক্ট' আর্মব্যান্ড পরেছেন।

পাশাপাশি ইউরো ২০২০ এর বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়াড়দের ছবি খোঁজার জন্য কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে বেশ কয়েকজন অধিনায়ক-খেলোয়াড়দের ছবি পাওয়া যায় (,,, , , ) যারা 'ওয়ান লাভ' আর্মব্যান্ড কিংবা 'রেইনবো' আর্মব্যান্ড পরেননি। কয়েকটি ছবির কোলাজ দেখুন--



অর্থাৎ রোনালদো ছাড়াও বিভিন্ন দলের আরো কয়েকজন অধিনায়ক 'ওয়ান লাভ' আর্মব্যান্ড কিংবা 'রেইনবো' আর্মব্যান্ড পরেননি।

তবে সার্চ করে জার্মান অধিনায়ক ম্যানুয়েল নুয়্যার এর পাশাপাশি ইউরো ২০২০ -এ ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন রেইনবো আর্মব্যান্ড এবং নেদারল্যান্ডসের অধিনায়ক জিনি উইজনালডাম ওয়ান লাভ আর্মব্যান্ড পরার খবর পাওয়া যায়। 

এছাড়াও সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে আমেরিকান ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান 'পলিটিফ্যাক্ট' এর এ সংক্রান্ত একটি ফ্যাক্ট-চেক প্রতিবেদন পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, দাবিটি মিথ্যা। পাশাপাশি প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, উয়েফার একজন মুখপাত্র পলিটিফ্যাক্ট'কে নিশ্চিত করেছেন যে, টুর্নামেন্টে কোনো অধিনায়ককে 'ওয়ান লাভ' আর্মব্যান্ড কিংবা 'রেইনবো' আর্মব্যান্ড পরার বাধ্যতামূলক কোনো নিয়ম ছিলনা

উল্লেখ্য 'ওয়ান লাভ' আর্মব্যান্ড এবং 'রেইনবো' আর্মব্যান্ড এর মধ্যে ডিজাইনে পার্থক্য রয়েছে। ২৪ দল নিয়ে ইউরো ২০২০ প্যান্ডেমিক এর কারণে দেরিতে ২০২১ সালে অনুষ্ঠিত হয়েছিল। ফিফা ম্যানুয়েল নুয়্যারের আর্মব্যান্ড পরার ঘটনায় সংস্থাটির রাজনৈতিক বিবৃতি সম্পর্কিত নিয়ম লঙ্ঘন হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য তদন্ত করেছিল

সুতরাং সামাজিক মাধ্যমে 'রোনালদো একমাত্র অধিনায়ক যিনি ইউরো ২০২০ এ রেইনবো আর্মব্যান্ড পড়েননি' মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে; তা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories