HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ঋষি সুনকের ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দাবিটি সঠিক নয়

ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ব্রিটিশ প্রধানমন্ত্রীর নির্বাচনের দৌড়ে এগিয়ে রয়েছেন তবে এখনও চুড়ান্তভাবে নির্বাচিত হননি।

By - Md Abdullah Khan | 21 July 2022 4:28 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনকের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ১৭ জুলাই 'Pro With Swadhinr' নামের একটি ফেসবুক আইডি থেকে ঋষি সুনকের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয় "ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী।"। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষনা হবে চলতি বছরের ৫ সেপ্টেম্বর। ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তৃতীয় রাউন্ড শেষে এখনো চার জন প্রার্থী প্রতিযোগিতায় আছেন, যাদের শীর্ষে রয়েছেন ঋষি সুনক।

কী-ওয়ার্ড ধরে সার্চ করার পর, আন্তর্জাতিক সংবাদমাধ্যম Time-এ গত ৭ জুলাই "Here's How a New U.K. Prime Minister Will Be Selected" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া গেছে। প্রতিবেদনটিতে বলা হয়, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কে হবেন তা কনজারভেটিভ পার্টির সদস্যরা নতুন নেতা নির্বাচন করার পর ঘোষণা করা হবে আগামী ৫ সেপ্টেম্বর। যিনি ৬ সেপ্টেম্বর থেকে দায়িত্ব নিবেন। কনজারভেটিভ পার্টি এখনও ব্রিটিশ পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ হবার ফলে এর দলনেতা হওয়ার দৌঁড়ে জয়ী ব্যক্তিই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। এর আগ পর্যন্ত বরিস জনসনই দায়িত্ব পালন করবেন। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি পড়ুন এখানে

সার্চ করার পর ব্রিটিশ গণমাধ্যম "Tory leadership: How will the new party leader and PM be chosen?" শিরোনামে গত ১৫ জুলাই প্রকাশিত BBC-এরএকটি প্রতিবেদনে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত বিবরণ পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় প্রার্থী বাছাইয়ের মধ্য দিয়ে। প্রতিদ্বন্দ্বীতার জন্য ২০ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন হয়। প্রাথমিকভাবে বরিস জনসনের পরে প্রধানমন্ত্রী পদে ৮ জন প্রার্থী পর্যাপ্ত সমর্থন পেয়েছেন। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি পড়ুন এখানে

এই নির্বাচনের সর্বশেষ অবস্থা জানতে সার্চ করার পর, অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। লাইভ আপডেটেড প্রতিবেদনটিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচনের ডেটলাইন ও সর্বশেষ তথ্য হালনাগাদ করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি পড়ুন এখানে

এবিসি নিউজে প্রকাশিত সবশেষ খবর অনুযায়ী পঞ্চম রাউন্ডের ভোটাভুটি শেষ হয়েছে, যার মধ্যদিয়ে চুড়ান্তভাবে দুজন প্রার্থী নির্বাচিত হয়েছেন, যারা ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বীতা করবেন। পঞ্চম রাউন্ডের ভোটে ১৩৭ ভোট পেয়ে ঋষি সুনক শীর্ষে রয়েছেন এবং ১১৩ ভোট পেয়ে লিজ ট্রাস দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এছাড়া, বাকী সবাই পঞ্চম রাউন্ড পর্যন্ত দফায় দফায় ভোটাভুটিতে বাদ পড়েছেন। দেখুন--

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন-এবিসি'র প্রতিবেদন থেকে নেয়া স্ক্রিনশট

অর্থাৎ এখনও কেউ ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হননি, দুই জন প্রার্থী এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে টিকে আছেন। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত বরিস জনসন অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। খবর অনুযায়ী আগামী ৫ই সেপ্টেম্বর জানা যাবে কে হচ্ছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী।

সুতরাং ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনকের দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দাবিটি ভিত্তিহীন।

Related Stories