সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে পোস্ট করে বলা হচ্ছে, ভারতের ক্রিকেট দলকে ক্রিকেট মাফিয়া বলেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রিকি পন্টিং। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২১ নভেম্বর 'ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা' নামের একটি ফেসবুক পেজে পোস্ট করে বলা হয়, "ক্রিকেট মাফিয়া থেকে বিশ্বকাপ ছিনিয়ে এনেছি -অস্ট্রেলিয়ার সাবেক কাপ্তান রিকি পন্টিং 😍"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। অজি ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের ভারতীয় ক্রিকেট দলকে 'ক্রিকেট মাফিয়া' বলে মন্তব্য করেছেন এমন কোনো তথ্য গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। বরং এ ধরণের একটি মন্তব্য এক ব্যক্তির এক্স (সাবেক টুইটার) একাউন্টের একটি পোস্ট থেকে ছড়িয়ে পড়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে ক্রীড়া ভিত্তিক গণমাধ্যম ফক্স স্পোর্টসের ওয়েবসাইটে "Ricky Ponting, Michael Vaughan and Nasser Hussain call out India for tactical pitch ‘backfire’" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের ক্রিকেট মাঠের কন্ডিশন এবং উইকেট তৈরির ধরণই ভারতকে পরিকল্পনার উল্টো ফল এনে দিয়েছে বলে মনে করেন রিকি পন্টিং। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, হিন্দুস্তান টাইমসের ওয়েবসাইটেও এই একই সংবাদ খুঁজে পাওয়া যায়।
এদিকে রিকি পন্টিং ভারতকে 'ক্রিকেট মাফিয়া' বলেছেন কিনা--এ বিষয়ে জানতে কী-ওয়ার্ড সার্চ করে ইয়াহু স্পোর্টসের ওয়েবসাইটে "Ricky Ponting caught up in fake tweet storm amid ugly World Cup aftermath" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ পরবর্তীতে টুইটার পোস্টের মাধ্যমে শুরু হয় রিকি পন্টিংয়ের নামে ওই মিথ্যা মন্তব্য প্রচার। স্ক্রিনশট দেখুন--
এছাড়া ডেইলি মেইল, নিউজ ডটকম এবং হোয়াটস নিউ টুডে'র ওয়েবসাইটেও একই দাবিতে সংবাদ খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক রিকি পন্টিং ভারতের ক্রিকেট দলকে 'ক্রিকেট মাফিয়া' বলেননি।
সুতরাং রিকি পন্টিং ভারতের ক্রিকেট দলকে 'ক্রিকেট মাফিয়া' বলেছেন বলে তাঁর নামে ভুয়া মন্তব্য প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।