HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ব্রাজিলিয়ান ফুটবলার রিচার্লিসনের ছবিটি এডিটেড

বুম বাংলাদেশ দেখেছে, রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কোর্তোয়ার ছবি এডিট করে রিচার্লিসনের চেহারা বসিয়ে ছবিটি তৈরি করা হয়েছে।

By - Mamun Abdullah | 23 Aug 2023 1:26 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে ফুটবল হাতে ব্রাজিলিয়ান ফুটবলার রিচার্লিসনের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ক্লিনসিট দিয়ে সিজন শুরু করলেন রিচার্লিসন দে আন্দ্রাদে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ১৩ আগস্ট 'মেসিয়ান হোসেন' নামের একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে দাবি করা হয়, "অসাধারণ ক্লিনসিট দিয়ে সিজন শুরু করলেন বাজপাখি রিচা।" ছবিটির উপরে লেখা রয়েছে, "আমি তো স্ট্রাইকার যে প্রতি ম্যাচে গোল করব। আমার কাজ ক্লিনশীট রাখা সেটাই আমি করি"। নিচে পোস্টটির স্ক্রিনশর্ট দেখুন--


অর্থাৎ পোস্টে দাবি করা হচ্ছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন গোলরক্ষক হিসেবে খেলতে শুরু করেছেন।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি এডিটেড। রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়ার একটি ছবির চেহারার স্থলে এডিট করে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসনের চেহারা বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।

ছবিটির জার্সির অংশ কেটে রিভার্স ইমেজ সার্চ করে "I’m ready for penalties against Liverpool, says Real Madrid goalkeeper Courtois" শিরোনামে ন্যাশনাল অ্যাকর্ড নিউজপেপারে ২০২২ সালের ২৭ মে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটির জার্সির মত জার্সি পরা এক ফুটবলারের হুবহু ছবি খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয় ছবিটি রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়ার। নিচে স্ক্রিনশর্ট দেখুন--


আবার ছবিটির মুখের অংশ কেটে রিভার্স ইমেজ সার্চ করে ব্রাজিলিয়ান ফুটবলার রিচার্লিসনের অরিজিনাল ছবিটি পাওয়া যায় ইএসপিএনে ২০২২ সালে ৯ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে। দেখুন--


এখন দেখুন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক বেলজিয়ান ফুটবলার থিবো কোর্তোয়ার চেহারার স্থলে কিভাবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসনের চেহারা বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে। বামে আলোচ্য এডিটেড ছবি, মাঝখানে কোর্তোয়া ও ডানে রিচার্লিসনের অরিজিনাল ছবি পাশাপাশি দেয়া হলো--


অর্থাৎ ব্রাজিলিয়ান ফুটবলার রিচার্লিসন দাবিতে যে ছবিটি প্রচার করা হচ্ছে, এটি এডিটেড।

এছাড়া, বিভিন্ন কি-ওয়ার্ড ধরে বহু সার্চ করেও ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন গোলরক্ষক হিসেবে খেলতে শুরু করেছেন এমন কোনো তথ্য ব্রাজিলের স্থানীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং একটি এডিটেড ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন গোলরক্ষক হিসেবে খেলতে শুরু করেছেন; যা বিভ্রান্তিকর।

Related Stories