সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে একটি বড় মাছ হাতে ঢালিউড অভিনেতা রিয়াজের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, সম্প্রতি চট্টগ্রামের জলাবদ্ধ রাস্তা থেকে তিনি মাছটি ধরেছেন। এরকম কয়েকপি পোস্ট দেখুন এখানে এখানে, এখানে এবং এখানে।
গত ৮ আগস্ট 'Atique Ua Khan' নামক একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে দাবি করা হয়, "চট্টগ্রামের মানুষজন রাস্তাঘাটে জাল ফেলে মাছ ধরতেছে। তবে সবচেয়ে বড় মাছটা ধরেছে ঢাকা হতে ইউরোপে সামার ভ্যাকেশন কাটাতে আসা নায়ক রিয়াজ। কাতাল মাছটার ওজন ১৭.৩ কেজি। এরচেয়ে বড় কোন মাছ কেউ ধরতে পারলে জানাইয়েন।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টটির দাবিটি সঠিক নয় এবং পোস্টের ছবিটি এডিটেড। সম্প্রতি চট্টগ্রামে জলাবদ্ধ রাস্তায় ঢালিউডের অভিনেতা রিয়াজ আহমেদ কোনো মাছ ধরেননি। বরং পরিবারকে নিয়ে ছুটি কাটানোর সময় একটি বড় মাছ ধরার পর ছবিটি তোলেন এবং সেটি তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন।
কি-ওয়ার্ড সার্চ করে ২০২২ সালের ১৬মে চিত্রনায়ক রিয়াজের ভেরিফায়েড ফেসবুক পেজ 'Riaz Ahamed' থেকে করা একটি পোস্টে বড় একটি মাছ বুকে জড়িয়ে তোলা রিয়াজের হুবহু ছবিটি খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের তৃতীয় ছবিটি ও আলোচ্য পোস্টে রিয়াজের ছবিটি হুবহু এক। ওই পোস্ট বলা হয়, অবকাশ যাপনে গিয়ে তিনি এই মাছটি ধরেছেন। নিচে তার পোস্টটি দেখুন--
এবারে উক্ত পোস্টের তৃতীয় বা অরিজিনাল ছবিটি (বামে) এবং আলোচ্য পোস্টের এডিটেড ছবিটি (ডানে) পাশাপাশি দেখুন--
এছাড়া কি-ওয়ার্ড সার্চ করে "রিয়াজের বড়শিতে ধরা পড়ল 'ইয়া বড়' কাতল মাছ!" শিরোনামে সমকালে ২০২২ সালের ১৬ মে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। যেখানে বলা হয়, ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা রিয়াজ বড়শি দিয়ে মাছটি ধরেছেন। রিয়াজের ফেসবুক পোস্টের উদ্ধৃতি দিয়েই সংবাদটি করা হয়েছে। তবে তিনি কোথায় ছুটি কাটাতে গিয়েছেন এবং কোথা থেকে মাছটি ধরেছেন এ বিষয়ে আলোচ্য পোস্ট কিংবা সমকালের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এ বিষয়টি বুম বাংলাদেশও পৃথকভাবে অনুসন্ধান করে দেখেনি।
অর্থাৎ গত বছর পরিবারকে সাথে নিয়ে ছুটি কাটানোর সময় রিয়াজ এই মাছটি ধরেন, সম্প্রতি অতিবৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতার সাথে এর কোনো সম্পর্ক নেই।
সুতরাং চিত্রনায়ক রিয়াজের মাছ ধরার একটি এডিটেড ছবি বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।