সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস’এ পোস্ট করে দাবি করা হচ্ছে, রেজিস্ট্রেশন ছাড়া সেন্টমার্টিন যাওয়া যাবে না। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। একই দাবিতে ফেসবুকেও পোস্ট করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৫ সেপ্টেম্বর 'mdshawnmahmud71' নামের একটি অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে উল্লেখ করা হয়, "রেজিস্ট্রেশন ছাড়া যাওয়া যাবে না সেন্টমার্টিন। বিস্তারিত কমেন্ট বক্সে।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
কি-ওয়ার্ড সার্চ করে "সেন্ট মার্টিনে যেতে নিবন্ধনের সিদ্ধান্ত হয়নি, জানাল পরিবেশ মন্ত্রণালয়" শিরোনামে প্রথম আলোর একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, "সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর। আর তাই জনগণের কাছে সঠিক বার্তা প্রচারের স্বার্থে প্রকাশিত গণমাধ্যমসমূহে সংশোধনী প্রকাশের জন্য প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।" স্ক্রিনশট দেখুন--
উল্লিখিত প্রতিবেদনের সূত্র ধরে "Ministry of Environment, Forest and Climate Change, Bangladesh" এর ভেরিফায়েড পেজ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, 'সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে' এ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে একটি খবর প্রচারিত হচ্ছে, যা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রকৃতপক্ষে, সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর। পোস্টটি দেখুন--
পাশাপাশি আরো কি-ওয়ার্ড সার্চ করে বাংলা ট্রিবিউন, সমকাল, বণিক বার্তা, আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে একই প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে- এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বর কক্সবাজারে সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে একটি সেমিনারে একটি সেমিনারে দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অংশীজনদের সাথে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে গুরুত্বারোপ করা হয়। যেখানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ বলেন, "আমাদের অনেক প্ল্যান আছে। আমরা চাইবো, আমাদের সেন্টমার্টিনে যারা যাবেন তারা এটি রেজিস্ট্রেশনের মাধ্যমে যাবেন। অনুমতি নিয়ে যাবেন। অনুমতি ছাড়া কেউ যেতে পারবেন না। এই বিষয়গুলি আস্তে আস্তে আসবে।" যদিও রেজিস্ট্রেশন সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিষয়টি আলোচিত হলেও এবিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
সুতরাং সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য প্রচার করা হচ্ছে তা বিভ্রান্তিকর।