HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পুরোনো ছবি দিয়ে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় ১০ শ্রমিক নিহতের তথ্য প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, সম্প্রতি নয় বরং এগুলো ২০২৩ সালের জুনে সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার ঘটনার ছবি।

By - Mamun Abdullah | 14 Jun 2024 9:17 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ, আইডি ও গ্রুপে সড়ক দুর্ঘটনার কয়েকটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, সম্প্রতি সিলেটে নাজিরবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ১০জন শ্রমিক নিহত হয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ৮জুন 'মৌলভীবাজার সমস্যা ও সম্ভাবনা - Moulvibazar Problem & Prospect' নামের একটি পেজ থেকে পোস্ট করে বলা হয়, "সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ,দুর্ঘটনাস্থলে দশজন নিহত। ------ ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ঢাকা সিলেট মহাসড়কের নাজির বাজার ও রশিদপুরের মধ্যবর্তী স্থানে ডালাই কাজের লেভার ভর্তি একটি মিনি ট্রাকেরসাতে মুখোমুখি সংঘর্ষে প্রায় ১০ জন লেভার নিহত ।আর অনেক আহত আহতদের আল্লাহ দ্রুত সুস্থতা দান করুন আর নিহতদের জান্নাত দান করুন।আমিন।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর। পোস্টে যুক্ত ছবিগুলো সাম্প্রতিক দুর্ঘটনার নয় বরং গত বছর জুনে সিলেটে বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনার। ওই দুর্ঘটনায় ১৫ জন শ্রমিক নিহত হন।

আলোচ্য দাবির পক্ষে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে কোনো সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে সম্প্রতি সিলেটে এমন দুর্ঘটনার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে একই সার্চে "সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৪" শিরোনামে 'আজকের পত্রিকা'র অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৩ সালের ০৭ জুন প্রকাশিত ওই প্রতিবেদনে প্রকাশিত ছবির সাথে আলোচ্য ফেসবুক পোস্টের ছবির হুবহু মিল পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--



আরো দেখুন-- 



প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ২০২৩ সালের ৭ জুনের। ঢাকা থেকে সিলেটগামী একটি আলুবোঝাই ট্রাক ও দিনমজুরদের বহনকারী একটি পিকআপ মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ১১ জন মারা গেছেন। আহত ১৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়।

একই সার্চে "সিলেট দুর্ঘটনা: নিহত বেড়ে ১৫, দুই চালকের বিরুদ্ধে মামলা" শিরোনামে 'সমকালে'র অনলাইনেও একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। গত বছরের ৮ জুন প্রকাশিত এই প্রতিবেদনে যুক্ত ছবির সঙ্গেও আলোচ্য ফেসবুক পোস্টের ছবির মিল খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫ জন। স্ক্রিনশট দেখুন-- 



নিচে আলোচ্য ফেসবুক পোস্টের ছবিগুলো (বামে) ও ২০২৩ সালের জুনে সিলেটে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গণমাধ্যমের খবরের সাথে প্রকাশিত ছবিগুলো (ডানে) দেখুন পাশাপাশি--



অর্থাৎ ফেসবুকে প্রচারিত সড়ক দুর্ঘটনার ছবি ও তথ্যটি সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার নয় বরং এটি ২০২৩ সালের ৭ জুনে ঘটা সড়ক দুর্ঘটনার। 

সুতরাং ২০২৩ সালে সিলেটে সংঘটিত একটি দুর্ঘটনার ছবি ও তথ্যকে সাম্প্রতিক দুর্ঘটনার দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর। 

Related Stories