সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস এবং ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, তিনি বলেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা তাদের কাছে ঈশ্বরের মত। বড় কোনো তারকা খেলোয়াড় ছাড়া ক্রিকেটে এতদূর পৌঁছার পেছনে ভারতীয়দের আশীর্বাদ রয়েছে বলেও রশিদ খান মন্তব্য করেছেন। থ্রেডস’এ এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে। পাশাপাশি ফেসবুকে এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৩ জুন 'biswajit_01s' নামের একটি থ্রেডস একাউন্ট থেকে রশিদ খানের একটি ছবি পোস্ট করে বলা হয়, "বিরাট কোহলি, রোহিত শর্মা আমাদের জন্য ঈশ্বরের রূপ। আমরা ও আমাদের দল বুমরাহ ছাড়া এবং কোনো বড়ো খেলোয়াড় ছাড়া এতদূর পর্যন্ত পৌঁছেছি তার পিছনে সমস্ত ভারতীয়দের আশীর্বাদ রয়েছে! আপনারা আশীর্বাদ করবেন যেন আমাদের দল ও ভারতীয় দল ফাইনাল খেলতে পারি এবং সেখানে যদি আমরা হেরেও যাই তবুও আমরা দুঃখিত হবো না, কারন আমরাও ভারতের অংশ": রশিদ খান (আফগান ক্রিকেটার)।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
২৩ জুন একই ধরণের পোস্ট করা হয় 'JOY' নামের একটি ফেসবুক পেজ থেকে। নিচে স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। কোনো ধরণের তথ্যসূত্র ছাড়াই ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খানের নামে আলোচ্য মন্তব্য ফেসবুকে প্রচার করা হচ্ছে।
টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর সুপার এইট পর্বে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান দলকে নিয়ে গঠিত গ্রুপ ১ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও আফগানিস্তান। এর আগে গত ২৩ জুন আফগানিস্তান নিজেদের দ্বিতীয় ম্যাচে ২১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এই ম্যাচের পর আলোচ্য মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলে। যদিও তার আগে ২০ জুন আফগানিস্তানের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারে দলটি।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য পোস্টে উল্লিখিত দাবির ব্যাপারে কোনো ধরণের সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। সুপার এইট পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর "অস্ট্রেলিয়াকে হারিয়ে রশিদের হুংকার, ‘এটা মাত্র শুরু’" শিরোনামে প্রথম আলোর একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের মন্তব্য তুলে ধরে বলা হয়, আফগানরা পৃথিবীর যেখানেই থাকুক, তারা এমন একটি জয়ের অপেক্ষায় ছিল। খুবই মিস করছিল। তবে এটা আমাদের জন্য মাত্র শুরু। সেমিফাইনালে খেলার সব সুযোগ আমাদের আছে। স্ক্রিনশট দেখুন--
কি-ওয়ার্ড সার্চ করে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি খেলা শেষে ম্যাচ নিয়ে প্রেজেন্টেশন করেন উভয় দলের অধিনায়ক। কি-ওয়ার্ড সার্চ করে Star Sports এর ইউটিউব চ্যানেলে চলমান বিশ্বকাপে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া খেলা শেষে ম্যাচ নিয়ে প্রেজেন্টেশন করেন উভয় দলের অধিনায়ক। যেখানে রশিদ খানের সাক্ষাৎকার যাচাই করে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে রশিদ খানের কথা বলার ভিডিওর স্ক্রিনশট দেখুন--
এর আগে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর রশিদ খান তার অনুভূতি প্রকাশ করেন। সে ব্যাপারে কি-ওয়ার্ড সার্চ করে "আমাদের এই রানটা তাড়া করা উচিত ছিল- হারের জন্য ব্যাটারদের দায়ী করলেন হতাশ রশিদ খান" শিরোনামে হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে রশিদ খানকে ভাইরাল পোস্টের উল্লিখিত দাবির পক্ষে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য পোস্টে উল্লিখিত ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা আফগান ক্রিকেটের ঈশ্বর স্বরূপ বলে কোনো মন্তব্য করেনি আফগান অধিনায়ক রশিদ খান।
সুতরাং ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আফগান অধিনায়ক রশিদ খানের নামে ভিত্তিহীন মন্তব্য প্রচার করা হচ্ছে ফেসবুকে।