সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপে পোস্ট করে দাবি করা হচ্ছে, আলোচিত ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী সম্প্রতি একটি মাহফিল থেকে গ্রেফতার হয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখান ও এখানে।
গত ৫ নভেম্বর 'Jahid Nur' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে "আবার ও রফিকুল ইসলাম মাদানী কে গ্রেপ্তার করা হয়েছে। আল্লাহ সব আলেমদেরকে এই জালিমের কারাগার থেকে মুক্তি দান করুন।" ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট-চেকঃ
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচিত ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী সম্প্রতি মাহফিল থেকে পুনরায় গ্রেফতার হননি বলে তিনি নিজেই ফেসবুক লাইভে এসে নিশ্চিত করেছেন।
কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে সামাজিক মাধ্যম ফেসবুকে '𝐑𝐚𝐟𝐢𝐪𝐮𝐥 𝐈𝐬𝐥𝐚𝐦 𝐌𝐚𝐝𝐚𝐧𝐢' নামের পেজ থেকে গত ৫ ডিসেম্বর রাত ১১ টা ৯ মিনিটে প্রচারিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। লাইভ ভিডিওতে রফিকুল ইসলাম মাদানী নিজে এসে বলেন, তাকে গ্রেফতার করা হয়নি। লাইভ ভিডিওটির (পোস্ট) স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, একই পেজ থেকে ১১ টা ৪ মিনিটে প্রকাশিত আরেকটি পোস্টে উল্লেখ করা হয়, পুলিশের বক্তব্য অনুযায়ী- নেত্রকোণার সংশ্লিষ্ট প্রশাসনের কাছ থেকে মাহফিলের অনুমতি নেওয়া হয়নি তাই পুলিশ মাইক বন্ধ করে দিয়েছে তবে গ্রেফতারের কোনো ঘটনা ঘটেনি; যদিও মাহফিল কর্তৃপক্ষ বলছে তারা অনুমতি নিয়েছে। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি; সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচারিত আলোচ্য ঘটনার একটি ভিডিওতে একজন পুলিশ সদস্যকে বলতে শোনা যায় (২০ সেকেন্ড থেকে), আপনাদের হুজুরকে (রফিকুল ইসলাম মাদানী) আমরা নিয়ে যাবোনা তবে মাহফিলটির জন্য অনুমতি নেওয়া হয়নি তাই তিনি এখানে আসতে পারেননা (সংক্ষেপিত)।
অর্থাৎ রফিকুল ইসলাম মাদানীকে সম্প্রতি মাহফিল থেকে গ্রেফতার করা হয়নি।
সুতরাং সামাজিক মাধ্যমে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী এর গ্রেফতারের ভুয়া খবর প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।