HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

আব্দুল কাদের জিলানীর মাজারকে মুহাম্মদ (সা.) এর রওজা বলে দাবি

বুম বাংলাদেশ দেখছে, এটি হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারকের নয় বরং ইরাকে অবস্থিত আবদুল কাদের জিলানির মাজারের ভিডিও।

By - Md Abdullah Khan | 31 Oct 2022 8:28 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ইসলামের নবী মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারকের ভিডিও এটি। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২১ অক্টোবর 'R A Rakib ' নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিও ফুটেজ শেয়ার করা হয় যাতে লেখা, "নবীজির রওজা মোবারক একটি আমিন লিখে গেলে ক্ষতি হবে কি" স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্টচেক

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটির বর্ণনায় করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি মহানবী (সা.) এর রওজা মোবারকের নয় বরং ইরাকের বাগদাদে অবস্থিত কাদেরিয়া সুফি তরিকার প্রবর্তক আবদুল কাদের জিলানি (র.) এর মাজারের।

ভিডিওটির কি-ফ্রেম কেটে রিভার্স ইমেজ সার্চ করার পর, 'taleemat e shaikh jilani' নামের একটি ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিও সেকশনে ভিডিওটি খুঁজে পাওয়া যায়, যা ২০২১ সালের ২৫ ডিসেম্বর পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ভিডিওটি ইরাকের বাগদাদে অবস্থিত কাদেরিয়া সুফি তরিকার প্রবর্তক আবদুল কাদের জিলানি (র.) এর মাজার খোলার সময়ের। একই বিবরণ সহ ভিডিওটি আরও কয়েকটি ইউটিউব চ্যানেলেও পোস্ট করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--

ভিডিওটি দেখুন এখানে

খেয়াল করলে দেখা যায়, ভিডিওটিতে একটি টিকটক একাউন্ট থেকে সংগ্রহ করা হয়েছে যার নাম 'alialkalidie'। সার্চ করার পর 'alialkalidie' নামে ইরাকি এক ব্যক্তির একটি ভেরিফাইড টিকটক একাউন্টে মূল ভিডিওটিও খুঁজে পাওয়া যায়। আরবিতে লেখা ক্যাপশনে সেখানেও ভিডিওটি হযরত আবদুল কাদের জিলানি (র.) এর মাজার বলে উল্লেখ করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

আবার, হযরত আবদুল কাদের জিলানি (র.) এর মাজারের উপর পাকিস্তানি সম্প্রচারমাধ্যম জিও টিভির একটি ভিডিওতেও ( ১০ মিনিট ৩৩ সেকেন্ডে) আলোচ্য পোস্টে দেখা দরজাটি হুবহু দৃশ্যমান।

Full View

অর্থাৎ ভিডিওটি মহানবী (সা.) এর রওজা মোবারকের নয় বরং ইরাকের বাগদাদে অবস্থিত কাদেরিয়া সুফি তরিকার প্রবর্তক আবদুল কাদের জিলানি (র.) এর মাজারের।

সুতরাং হযরত আবদুল কাদের জিলানি (র.) এর মাজারের ভিডিওকে মহানবী (সা.) এর রওজা মোবারকের বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories