সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ, আইডি ও গ্রুপ থেকে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের লোগো যুক্ত একটি ডিজিটাল কার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে লেখা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে বলেছেন, ফিলিস্তিনের শান্তি রক্ষার দাবি জানানো আমাদের এজেন্ডায় নেই, আমাদের সকল মনযোগ এক দফা দাবির আন্দোলনে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৮ অক্টোবর 'শেষ বাংলাদেশ-Take Back Bangladesh' নামের একটি পেজ থেকে ফটোকার্ডটি পোস্ট করে লেখা হয়, "ফিলিস্তিনের শান্তি রক্ষার দাবি জানানো আমাদের এজেন্ডায় নেই, আমাদের সকল মনযোগ এক দফা দাবির আন্দোলনে” -মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমগ্র মুসলিম জাতি যখন ফিলিস্তিনে এমন নেক্কার জনক হ*ত্যাকান্ডে প্রতিবাদ জানাচ্ছে, সেখানে বিএনপি নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। হায়রে মানবতা, এরা কিনা আবার মানবতার কথা বলে। সূত্র: ডেইলি স্টার বাংলা। #শেষবাংলাদেশ #ফিলিস্তিন #বিএনপি।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ডেইলি স্টারের লোগোযুক্ত করে প্রচার করা আলোচ্য ফটোকার্ডটি ভুয়া।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডের অনুরূপ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো বক্তব্য গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি এবং ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের কোনো বৈঠকের খবরও পাওয়া যায়নি। অন্যদিকে, এ ধরণের কোনো উক্তি নিয়ে ডিজিটাল কার্ড তৈরি বা প্রচার করেনি বলে নিশ্চিত করেছে ডেইলি স্টার।
সার্চ করে প্রচার হওয়া ফটোকার্ডের দাবিটি ডেইলি স্টারের অনলাইন এবং ফেরিফায়েড ফেসবুক পেজে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে, ফটোকার্ডটি ভুয়া এবং তাদের তৈরি নয় বলে ৯ অক্টোবর ডেইলি স্টারের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়। নিচে পোস্টটি দেখুন--
কি-ওয়ার্ড সার্চ করে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সাথে মির্জা ফখরুলের ৮ অক্টোবর বৈঠকের কোনো খবর গণমাধ্যমে যেমন পাওয়া যায়নি, তেমনি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ বিএনপি মিডিয়া সেলেও এ ধরণের কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুম বাংলাদেশকে বলেন, "মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে পিটার হাসের এমন কোনো বৈঠক হয়নি। ফটোকার্ডটি অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।"
অর্থাৎ ডেইলি স্টারের লোগোযুক্ত ফটোকার্ডে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রচার হওয়া মন্তব্যটি সঠিক নয় এবং ফটোকার্ডটি ভুয়া।
সুতরাং ডেইলি স্টারের লোগো যুক্ত করে ফটোকার্ড বানিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুলের নামে ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।