সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তারেক জিয়ার কথায় তার আন্দোলনে নামার সিদ্ধান্ত ভুল ছিল। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৩০ জুলাই "খোয়াবনামা" নামে একটি ফেসবুক পেজে একটি ডিজিটাল কার্ড পোস্ট করে বলা হয়, "পাঁচ তারকা হোটেলের খাবার খেয়ে গয়েশ্বর জানালেন, তারেকের কথায় আন্দোলনে নামাটা ছিল আমার ভুল সিদ্ধান্ত #পাঁচতারকা #হোটেল #গয়েশ্বর #তারেক #আন্দোলন #সিদ্ধান্ত"। উক্ত ডিজিটাল কার্ডে ডিবি অফিসে সম্প্রতি গয়েশ্বর চন্দ্র রায়ের খাওয়ার ছবি সহ একই বক্তব্য লেখা রয়েছে। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সত্য নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের এমন কোনো বক্তব্য গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, গয়েশ্বর চন্দ্র রায় এমন কোনো মন্তব্য করেননি বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা যুগান্তরের অনলাইন ভার্সনে গত ৩০ জুলাই "ডিবি কার্যালয়ে আপ্যায়ন নিয়ে যা বললেন গয়েশ্বর" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, একমাত্র মৃত্যু চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে আমাকে থামাতে পারবে। ঈশ্বরের কাছে প্রার্থনা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তিনি যেন আমাকে চিতায় না তোলেন।" স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, অনলাইন পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোরের ওয়েবসাইটে গত ৩০ জুলাই "খাইয়ে ছবি তোলা ‘নিম্ন মানের মশকরা’, বললেন গয়েশ্বর" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, "কর্মসূচি থেকে উঠিয়ে নেওয়ার পর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আপ্যায়িত হওয়ার ছবি-ভিডিও নিয়ে মুখ খুলেছেন গয়েশ্বর চন্দ্র রায়। একে ‘নোংরা নাটক’, ‘নিম্ন মানের মশকরা’ আখ্যায়িত করে ক্ষোভ ঝেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।" স্ক্রিনশট দেখুন--
তবে আলোচ্য দাবি অনুযায়ী বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এমন কোনো বক্তব্য দেয়ার খবর কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, ফেসবুকে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের নামে আলোচ্য বক্তব্যটি ছড়িয়ে পড়লে বক্তব্যের সত্যতা জানতে সংগঠনটির মিডিয়া সেলের সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুম বাংলাদেশকে জানিয়েছেন, গয়েশ্বর চন্দ্র রায় এমন কোনো মন্তব্য করেননি। তাঁর নামে প্রচারিত উক্ত বক্তব্যটি সম্পূর্ণ বানোয়াট এবং আপত্তিকর উল্লেখ করে তিনি আরো বলেন, এরকম একজন বর্ষীয়ান রাজনীতিবিদের নামে এমন বক্তব্য প্রচার করা উদ্দেশ্যপ্রণোদিত।
অর্থাৎ বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় "তারেকের কথায় আন্দোলনে নামাটা ছিল আমার ভুল সিদ্ধান্ত" এমন কোনো বক্তব্য দেয়ার প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের নামে বানোয়াট বক্তব্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।