সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে পত্রিকার একটি খবরের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, যেখানে খবরটির শিরোনাম লেখা রয়েছে "বিএনপির সমাবেশে ভাড়াটে কর্মীর রেট পুরুষ ৪০০ নারী ৬০০ টাকা"। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
২০ সেপ্টেম্বর 'Shahjahan Dhali' নামের একটি ফেসবুক আইডি থেকে পত্রিকার এমন একটি খবরের ছবি পোস্ট করে লেখা হয়, "আন্দোলন সমাবেশে লোক সমাগমের নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য বিএনপিকে কোন খাতে নোবেল দেয়া যায় বলুন তো?"। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ছবিতে থাকা খবরটির শিরোনামটি এডিটেড। দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ই-পেপারে প্রকাশিত প্রতিবেদনটির শিরোনামের প্রথম শব্দ 'সভা' এর স্থলে এডিট করে 'বিএনপি' বসিয়ে দেয়া হয়েছে।
সার্চ করে দেশ রূপান্তরের ৪ আগস্ট প্রকাশিত ই-পেপারে আলোচ্য প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনামে বলা হয়, "সভা সমাবেশে ভাড়াটে কর্মীর রেট পুরুষ ৪০০ নারী ৬০০"। অর্থাৎ মূল প্রতিবেদনের শিরোনামে 'বিএনপি' শব্দটি নেই। খবরটির স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনে বলা হয়, রাজধানীর পল্টন, প্রেস ক্লাব ও গুলিস্তান এলাকা থেকে বিভিন্ন দল ও সংগঠনের প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, সেমিনার প্রভৃতি সাংগঠনিক ও সামাজিক আয়োজনে অংশ নিতে এক শ্রেণির ভাড়াটে কর্মীদেরকে টাকার বিনিময়ে নেওয়া হয়। এজন্য এক থেকে দেড় ঘণ্টার প্রোগ্রামের জন্য ১৫০ টাকা আর দিনব্যাপী প্রোগ্রাম হলে পুরুষদের সর্বনিম্ন ৪০০ টাকা এবং নারীদের চাহিদা বেশি হওয়ায় তাদের ৬০০ টাকা দিতে হয়।
প্রতিবেদনের বিস্তারিত অংশে কোথাও কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম উল্লেখ করে টাকার তথ্য দেওয়া হয়নি।
আলোচ্য বা এডিটেড খবরের ছবি (বামে) এবং দেশ রূপান্তরের ই-পেপারে পাওয়া মূল খবরের ছবিটি (ডানে) পাশাপাশি দেখুন--
অর্থাৎ দেশ রূপান্তর পত্রিকার ই-পেপারে প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনামের প্রথম শব্দ 'সভা' এর স্থলে এডিট করে 'বিএনপি' বসিয়ে বিকৃত করে আলোচ্য পোস্টের ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং একটি খবরের শিরোনামের শুরুতে এডিট করে 'বিএনপি'র নাম বসিয়ে অর্থ বিকৃত করে ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।