HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

রাষ্ট্রপতির ছবি দিয়ে প্রত্যেককে ১৫ হাজার টাকা দেয়ার দাবিটি সঠিক নয়

বুম বাংলাদেশ দেখেছে, বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক প্রত্যেক নাগরিককে ১৫ হাজার টাকা সহায়তা প্রদানের তথ্যটি ভিত্তিহীন।

By - Mamun Abdullah | 1 April 2024 1:00 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ ও আইডি থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি দিয়ে বানানো একটি ফটোকার্ডযুক্ত লিংক পোস্ট করে দাবি করা হচ্ছে, দেশের প্রত্যেক নাগরিককে ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ১৯ মার্চ 'অর্থ মন্ত্রণালয়' নামের একটি পেজ থেকে স্ক্রিনশটযুক্ত একটি লিংক পোস্ট করা হয়। ওই স্ক্রিনশটে লেখা থাকতে দেয়া যায়, "আমরা প্রত্যেক নাগরিককে ১৫ হাজার বাংলাদেশী টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছি ছবিতে ক্লিক করুন এবং নিবন্ধন করুন।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। মূলত দেশের প্রত্যেক নাগরিককে ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার দাবিটি ভিত্তিহীন এবং প্রতারণাপূর্ণ।

লিংকটির অনুসন্ধান:

যাচাইয়ের স্বার্থে আলোচ্য লিংকটিতে প্রবেশ করলে শুরুতে "অভিনন্দন! একজন নাগরিক, আপনাকে ২৫ হাজার বাংলাদেশী টাকা মূল্যের অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত অনুদান। এখান থেকে অনুদানের জন্য নিবন্ধন করুন।” শীর্ষক একটি বার্তা প্রদর্শিত হয় এবং নিচে নিবন্ধন বাটনে ক্লিক করতে বলা হয়।" এমন একটি পেজ আসে। পেজটি দেখুন-- 



তবে আলোচ্য পোস্টের লিংকের কভারে ব্যবহৃত ফটোকার্ডে প্রত্যেক নাগরিককে ১৫ হাজার টাকা সহায়তা প্রদান করার কথা বললেও ওয়েবসাইটে প্রবেশ করলে সেখানে ২৫ হাজার টাকা অনুদান দেওয়ার দাবি করা হয়েছে। 

ওয়েবসাইটটির নিবন্ধন বাটনে ক্লিক করার পর 'my.gaskmedics.com' নামের একটি ওয়েবসাইট আসে। সেখানে ফোন নাম্বার দিয়ে সাইন আপ করে CONTINUE বাটনে ক্লিক করতে বলা হয়। স্ক্রিনশট দেখুন-- 


পরবর্তীতে সাইন আপ করা মোবাইল নাম্বারে এসএমএসের মাধ্যমে একটি ওটিপি পিন কোড আসে। স্ক্রিনশট দেখুন-- 


যদিও সাময়িক পিন নাম্বারটি দেওয়ার পর CONTINUE করলেও পরবর্তীতে কোনো টাকা আসেনি। 

অন্যদিকে, এমন দাবির বিষয়ে গুগলে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে এ ধরণের সহায়তার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে গিয়েও এ ধরণের কোনো তথ্য পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি দিয়ে ওয়েবসাইট তৈরি করে মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ হাতিয়ে নেয়া সহ বিভিন্ন প্রতারণার উদ্দেশ্যে তা প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত এর আগেও বিভিন্ন সময়ে রাষ্ট্রপতি কর্তৃক ৫ হাজার টাকা উপহার দেয়ার ঘোষণাআড়ং-এর উপহার কিংবা বিকাশের ওয়েবসাইট নকল করে প্রতারণামূলক বিভিন্ন ক্যাম্পেইন করতে দেখা গেছে।

সুতরাং রাষ্ট্রপতির ছবিযুক্ত করে দেশের প্রত্যেক নাগরিককে ১৫ হাজার টাকা প্রদানের দাবিতে আলোচ্য লিংকটি পোস্ট করা হচ্ছে ফেসবুকে, যা প্রতারণামূলক এবং ভিত্তিহীন।

Related Stories