HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

প্রতীকী আইসিইউ'র ছবি দিয়ে ড. ইউনূস লাইফ সাপোর্টে থাকার তথ্য প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ড. ইউনূসের হৃদরোগে আক্রান্ত হওয়ার দাবিটি ভিত্তিহীন এবং ভাইরাল ছবিটি পুরোনো ও একটি প্রতীকী আইসিইউ'র।

By - Mamun Abdullah | 30 Oct 2024 9:19 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, গ্রুপ ও পেজ থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে আছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ২৩ অক্টোবর 'ব্রিটিশ আওয়ামীলীগ সাপোর্ট টিম🇧🇩' নামের একটি ফেসবুক গ্রুপে ‘Rezaul Bepari Nirab’ নামের একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে বলা হয়, "ব্রেকিং নিউজঃ ড.ইউনুস হার্ট অ্যাটাক করে লাইফ সাপোর্টে আছে। সুত্রঃ বিশ্বস্ত মাধ্যম।" স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার দাবিতে প্রচারিত ছবিটি অন্তত বছরখানেক পুরোনো এবং একটি প্রতীকী আইসিইউ'র। এছাড়া, তিনি পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. সায়েদুর রহমান।

কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো ধরণের খবর বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

তবে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে “সুস্থ আছেন প্রধান উপদেষ্টা” শিরোনামে ‘বাংলা ট্রিবিউন’ অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি গত ২৩ অক্টোবর প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুস্থ ও স্বাভাবিক আছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. সায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধান উপদেষ্টার চিকিৎসার জন্য আজ একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এটি একটি নৈমিত্তিক বিষয়। রাষ্ট্র ও সরকারপ্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিক্যাল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে। এ নিয়ে কোনও ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। স্ক্রিনশট দেখুন-- 



এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে “Yunus undergoes minor medical procedure at CMH” শিরোনামে ‘বিজনেস স্ট্যান্ডার্ডে’র অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি ১৮ অক্টোবর প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, ১৭ অক্টোবর সামান্য চর্ম-জনিত চিকিৎসার জন্য হাসপাতালের দ্বারস্থ হয়েছিলেন ইউনূস। 


ছবিটির উৎস:

অধ্যাপক ইউনূস লাইফ সাপোর্টে আছেন দাবিতে প্রচারিত ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে “আইসিইউ ব্যবসা রমরমা” শিরোনামে ‘শ্যামল সিলেট’ নামের একটি ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে প্রকাশিত ছবিটির সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ছবিটির মিল খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন-- 



একই সার্চে ‘টেডিসেল মেডিকেল’ নামের একটি ওয়েবসাইটের একটি রিপোর্টেও একই ছবি খুঁজে পাওয়া যায়। যার সঙ্গে ভাইরাল ছবিটির হুবহু মিল রয়েছে। ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, এই ছবিতে আইসিইউ-র বেডে কোনও মানুষ নয়, বরং একটি ম্যানিকুইন বা পুতুলকে শুইয়ে রাখা হয়েছে। স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকার দাবিটি সত্য নয়। পাশাপাশি আলোচ্য পোস্টে আইসিইউ'র বেডে থাকা ব্যক্তিটিও তিনি নন বরং এটি একটি ম্যানিকুইন বা পুতুল।

সুতরাং ড. ইউনূস হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে আছেন দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা সঠিক নয়।

Related Stories