HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

এডিটেড ছবি দিয়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অপপ্রচার

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে অপরাধী আটকের ছবিকে এডিট করে এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদের চেহারা বসানো হয়েছে।

By - Ummay Ammara Eva | 27 Dec 2024 2:45 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে ‘র‍্যাবের অভিযানে পতিতা সর্দার সহ চার পতিতা গ্রেফতার’ শিরোনামে দৈনিক পত্রিকা নয়া দিগন্তের লোগোসহ একটি সংবাদ প্রচার করা হচ্ছে। প্রচারিত সংবাদটিতে গ্রেফতারকৃতদের একটি ছবি যুক্ত করা হয় যেখানে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রয়েছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানেএখানে ও এখানে

গত ২৪ ডিসেম্বর 'Supporters of Bangladesh Awami League' নামে একটি ফেসবুক গ্রুপে 'Joy Bangla' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে দৈনিক পত্রিকা নয়া দিগন্তের লোগোসহ "র‍্যাবের অভিজানে পতিতা সর্দার সহ চার পতিতা গ্রেফতার" শিরোনামে একটি সংবাদের ছবি শেয়ার করে বলা হয়, "ব্যারিস্টারের আসল পরিচয় তাহলে এটা??" পোস্টে যুক্ত ছবিটিতে প্রচারিত সংবাদটিতে গ্রেফতারকৃতদের একটি ছবি যুক্ত করা হয় যেখানে আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে উপস্থিত থাকতে দেখা যায়।। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টে যুক্ত ছবিটি এডিটেড। ২০২১ সালের ২০ জুন চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে আটক ব্যক্তিদের ছবিকে এডিট করে একজনের চেহারায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের চেহারা বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ধুমকেতু নিউজ নামে একটি অনলাইন পোর্টালে ২০২১ সালের ২০ জুন "চাঁপাইনবাবগঞ্জে দুই সর্দারসহ ৩ পতিতা আটক" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, "সিপিসি-১, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিধানিক দল অবৈধ্য অনৈতিক কাজে লিপ্ত ৩ জন পতিতা এবং ২ জন পতিতা ব্যবসা পরিচালনাকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।" স্ক্রিনশট দেখুন--



আরো রিভার্স ইমেজ সার্চ করে বিটিসি নিউজ নামে আরেকটি অনলাইন পোর্টালে ২০২১ সালের ২০ জুন ২০২১ সালের ২০ জুন "অনৈতিক কাজে জড়িত থাকায় চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে আটক-৫" শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদনেও আলোচ্য ছবির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, "অবৈধ ও অনৈতিক কাজে লিপ্ত থাকায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩ জন পতিতা এবং ২জন পতিতা ব্যবসা পরিচালনাকারীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, ভোলা জেলার চরফ্যাশন থানার হাজারীগঞ্জ খেজুরগইছার ৪নং ওয়ার্ডের মোসা. তাহেরা খাতুন ও মো. সিদ্দিক আলীর মেয়ে মোসা. রহিমা খাতুন (২৫), টাঙ্গাইল জেলার মির্জাপুর ত্রিমহনী এলাকার মোছা. মিনুয়ারা বেগম ও আশেক আলীর মেয়ে মোছা. আশামনি কবিতা (১৯), চট্টগ্রাম ইপিজেড, সিএমপির ফ্রিপোর্ট (বন্দর টিলা) এলাকার মঞ্জুরা বেগম ও মৃত রুস্তম আলীর মেয়ে মোছা. নুপুর (২১) এবং গোমস্তাপুর উপজেলার চৌডালা বেলাল বাজারের মোছা. তহুরা বেগম ও হুমায়ুন কবিরের মেয়ে মোসা. জোবেদা বেগম (২৬), মোছা. ছানেকা বেগম ও মোস্তফা আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৮)।" স্ক্রিনশট দেখুন--



এবারে, আলোচ্য ছবিটির একটি স্ক্রিনশট (বামে) এবং বিটিসি নিউজের ওয়েবসাইটে প্রাপ্ত ছবির একটি স্ক্রিনশট (ডানে) দেখুন পাশাপাশি--


অর্থাৎ আলোচ্য ছবিটি এডিটেড। ভিন্ন একটি ঘটনায় ২০২১ সালে র‍্যাবের হাতে আটক হওয়া ব্যক্তিদের ছবিকে এডিটের মাধ্যমে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের চেহারার ছবি বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।

সুতরাং র‍্যাবের হাতে আটক হওয়া ভিন্ন ব্যক্তিদের একটি ছবি এডিট করে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের চেহারার ছবি বসিয়ে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories