HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

কাল্পনিক গল্পের ভিত্তিতে তৈরি ভিডিওকে বাস্তব দাবিতে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, সায়েন্স ফিকশনধর্মী সিরিজ স্টারগেটের দৃশ্য, চরিত্র এবং কাহিনীকে বাস্তব দাবি করে প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 17 May 2024 10:23 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটিতে দেখানো নারী একশ বছর ধরে বরফের নিচে বেঁচে ছিলেন। এরকম দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানে

গত ৮ মে 'FALTU SED SONG' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি রিলস ভিডিও পোস্ট করা হয়। রিল ভিডিওটিতে লেখা থাকতে দেখা যায়, "এই মহিলাটি ১০০ বছর থেকে বরফের মধ্যে ছিলো"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর। আলোচ্য ভিডিওটিতে দেখানো দৃশ্যটি সায়েন্স ফিকশনধর্মী সিরিজ স্টারগেট এর ষষ্ঠ সিজনের চতুর্থ এপিসোডের অংশ। এছাড়াও রিলস ভিডিওতে বর্ণিত কাহিনীটিও ওই সিরিজের আইয়ানা নামের একটি চরিত্রের, যা বাস্তবিক নয়।

এক নারীর একশ বছর বরফের নিচে বেঁচে থাকা সংক্রান্ত কি-ওয়ার্ড সার্চ করে স্টারগেট সিরিজ নিয়ে তথ্যপ্রদান করে এমন ইউটিউব চ্যানেল 'GateWorld'-এ ২০২৩ সালের ১২ জানুয়ারি "Ayiana: The Frozen Ancient | Stargate Omnipedia" শিরোনামে আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।উক্ত ভিডিওটির দৃশ্যের সাথে আলোচ্য ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ডেসক্রিপশনে বলা হয়, স্টারগেট এসজি-ওয়ান এর ষষ্ঠ সিজনে আইয়ানা নামের একটি চরিত্র দেখা যায়। আর ভিডিওটির আবহে বলা হয়, আইয়ানা নামে এক প্রাচীন নারীকে এন্টার্কটিকার বরফের মধ্য থেকে উদ্ধার করেন বিজ্ঞানীরা। ওই নারীর বয়স মিলিয়ন মিলিয়ন বছর এবং অনেককাল ধরে বরফের মধ্যেই বেঁচে ছিলেন তিনি। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View


এবারে আলোচ্য ভিডিওটি থেকে একটি স্ক্রিনশট (বামে) এবং উপরের ইউটিউব ভিডিওটি থেকে নেওয়া একটি দৃশ্যের (ডানে) তুলনা দেখুন পাশাপাশি--



আলোচ্য ভিডিওটির দৃশ্যে দেখানো আইয়ানা চরিত্র এবং তার সম্পর্কে বলা কাহিনী সম্পর্কে আরো জানতে কি-ওয়ার্ড সার্চ করে স্টারগেট ফ্যানডম উইকি নামে একটি ওয়েবসাইটে 'Frozen' শিরোনামে একটি লেখা খুঁজে পাওয়া যায়। উক্ত লেখায় যুক্ত একটি ছবি এবং বর্ণনা থেকে জানা যায়, স্টারগেট এসজি-ওয়ান সিরিজের ষষ্ঠ সিজনের চতুর্থ এপিসোডে আলোচ্য দৃশ্যটি দেখানো হয়। এছাড়া ওই এপিসোডের কাহিনী বর্ণনায় বলা হয়, এন্টার্কটিকায় পৃথিবীর প্রথম স্টারগেট পর্যবেক্ষণে গিয়ে কয়েক মিলিয়ন বছর ধরে বরফে সংরক্ষিত এবং জীবিত এক নারীকে খুঁজে পান বিজ্ঞানীরা। স্ক্রিনশট দেখুন--  



আরো কি-ওয়ার্ড সার্চ করে গেট ওয়ার্ল্ড ডট নেট উইকি নামে আরেকটি ওয়েবসাইটে 'Ayiana' শিরোনামে প্রকাশিত আরেকটি লেখা খুঁজে পাওয়া যায়। ওই লেখা থেকেও জানা যায় একই তথ্য। Ona Grauer অভিনীত ওই চরিত্রটি স্টারগেট এসজি-ওয়ান সিরিজের ষষ্ঠ সিজন Frozen -এ প্রথম দেখা যায়। স্ক্রিনশট দেখুন--


এছাড়াও, বেটাসিরিজ নামে একটি ওয়েবসাইট থেকেও জানা যায় একই তথ্য।

অর্থাৎ আলোচ্য পোস্টে দেখানো ভিডিওটির কাহিনী কোনো বাস্তব ঘটনার নয়। ভিডিওটি সায়েন্স ফিকশনধর্মী স্টারগেট সিরিজের এসজি-ওয়ান এর ষষ্ঠ সিজনের একটি দৃশ্য।

সুতরাং স্টারগেট নামে একটি সায়েন্স ফিকশনধর্মী সিরিজের কাহিনীকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories