সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি থেকে দৈনিক পত্রিকা প্রথম আলোর লোগো যুক্ত একটি ফটোকার্ড পোস্ট করে বলা হচ্ছে, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৮ এপ্রিল 'MD Shariful Islam' নামের একটি একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "আপনাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা, উপজেলা ছাত্রলীগের সকল নেতাদের দায়িত্ব।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি ভিত্তিহীন। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচনে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপির প্রার্থীতা ঘোষণা সংক্রান্ত কোনো ফটোকার্ড প্রথম আলো প্রকাশ করেনি বলে ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে গণমাধ্যমটি।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডে লেখা সংবাদের অনুরূপ প্রথম আলোর অনলাইন এবং ভেরিফায়েড ফেসবুক পেজে কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। তবে আলোচ্য পোস্টের কার্ড ও তথ্যটি সঠিক নয় বা নকল উল্লেখ করে ৮ এপ্রিল সংবাদমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, "প্রথম আলোর নামে ছড়ানো এই কার্ড ও তথ্যটি নকল, আমাদের প্রকাশিত নয়। বিভ্রান্তি এড়াতে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ ও অনলাইনের সঙ্গে থাকুন।" পোস্টটি দেখুন--
অর্থাৎ আসন্ন উপজেলা নির্বাচনে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির প্রার্থীতা ঘোষণা সংক্রান্ত কোনো ফটোকার্ড তৈরি করেনি প্রথম আলো।
সুতরাং কুমিল্লার এক সাবেক ছাত্রলীগ নেতার উপজেলা নির্বাচনে প্রার্থীতা ঘোষণা সংক্রান্ত একটি ফটোকার্ডে প্রথম আলোর লোগো যুক্ত করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।