সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে একটি ছবি পোস্ট করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বসে আছেন এবং তাদের সামনের টেবিলে মদের বোতল রাখা আছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।
গত ২৭ জুলাই 'মিস্টার ১০ পারসেন্ট- Mr. 10 Percent' নামক পেজ থেকে একটি ছবিসহ তৈরি একটি গ্রাফিক কার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, "বুঝাই যাচ্ছে লন্ডনে বেশ মোজ-মাস্তির জীবন কাটাচ্ছেন তারেক। দেশের টাকা বিদেশে চুরি করে নিয়ে এভাবেই উড়াচ্ছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে গণতন্ত্র রক্ষার একটি হালাল মিটিং চলমান।তবে কি মদ গিলে গণতন্ত্র রক্ষায় মাঠে নামছেন জিয়া তারেক?" নিচে পোস্টটির স্ক্রিনশর্ট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি এডিটেড। প্রকৃত ছবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সামনে থাকা টেবিলে কিছুই ছিল না অর্থ্যাৎ ফাঁকা ছিল।
ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে প্রকৃত ছবিটি বিএনপি নেতা Shahiduddin Chowdhury Anee এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে চলতি বছরের গত ৮ মে চারটি ছবি পোস্ট করা হয়। ওই ছবিগুলোতে একটি টেবিলের একপাশে তারেক রহমান ও আরেকপাশে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে বসে থাকতে দেখা যায়। তন্মধ্যে প্রথম ছবিটি ও আলোচ্য ছবিটি হুবহু এক। ছবিতে টেবিলের ওপর কিছুই ছিল না অর্থাৎ ফাঁকা ছিল। পোস্টে লেখা রয়েছে, "০৭-০৫-২০২৩ ইং, আগামীর রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর সাথে শুভেচ্ছা বিনিময়।" দেখুন--
এবারে এই পোস্টের প্রথম ছবিটি বা অরিজিনাল ছবিটি (বামে) এবং আলোচ্য পোস্টের এডিটেড ছবিটি (ডানে) পাশাপাশি দেখুন--
অর্থাৎ আলোচ্য পোস্টের ছবিতে তারেক রহমান ও এ্যানির সামনের টেবিলে এডিট করে মদের বোতল যুক্ত করা হয়েছে।
সুতরাং একটি এডিটেড ছবি ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে বিদেশে মাস্তি করে জীবন কাটাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যা বিভ্রান্তিকর।