HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

লস এঞ্জেলেসের সড়কের ছবিকে এডিট করে চীনের যানজট বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, মূল ছবিটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস এঞ্জেলেস শহরের আই-৪০৫ সড়কের।

By - Md Abdullah Khan | 26 March 2022 8:17 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, চীনের রাজধানী বেইজিং শহরে পৃথিবীর সবেচেয়ে বড় ট্রাফিক জ্যামের ছবি এটি। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২০ মার্চ 'Zahir Raihan' নামের ফেসবুক আইডি থেকে ছবি পোস্ট করা হয় যার গ্রাফিক্সে লেখা "এটি হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ট্রাফিক জ্যামের ছবি, যা ঘটেছিল চীনের বেইজিং শহরে। এর দৈর্ঘ্য ছিল প্রায় ৯৭ কিলোমিটার এবং এর স্থায়িত্ব ছিল পুরো ১২ দিন!!" স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। মূলত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস এঞ্জেলেস শহরের আই-৪০৫ সড়কের ছবিকে এডিট করে চীনের বেইজিং শহরের বলে দাবি করা হচ্ছে।

রিভার্স ইমেজ সার্চ করলে, Philip Greenspun নামের এক ব্যক্তির ওয়েবসাইটে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। সেখানে ছবিটি সম্পর্কে বলা হয়েছে, ১৯৯৮ সালে ছবিটি ধারণ করা এবং চিত্রগ্রাহক Philip Greenspun। বর্ণনায় লেখা হয়েছে, "Traffic on the 405. Los Angeles, California"।

ছবিটি দেখুন এখানে

স্টক ইমেজ সংস্থা 'ফ্লিকর'-এর গ্যালারিতে একই রাস্তার ভিন্নভাবে ধারণ করা ছবি খুঁজে পাওয়া যায়। সেখানেও রাস্তাটিকে লস এঞ্জেলেস শহরের আই-৪০৫ হাইওয়ে বলে উল্লেখ করা হয়েছে।

ছবিটি দেখুন এখানে

অর্থাৎ ছবিটি চীনের নয় বরং যুক্তরাষ্ট্রের।

১৯৯৮ সালের তোলা ছবি ও বর্তমানে ভাইরাল হওয়া ছবির পাশাপাশি তুলনা করেও প্রমাণ পাওয়া গেছে বর্তমানে ভাইরাল ছবিটি এডিট করা হয়েছে। নিচে দেখুন-- 

এডিট করা ছবি (বামে) এবং মূল ছবির (ডানে) পাশাপাশি স্ক্রিনশট

বেইজিংয়ের দীর্ঘ যানজট

কিওয়ার্ড ধরে সার্চ করার পর, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ২০১০ সালে চীনের রাজধানী বেইজিং শহরের হাইওয়েতে ১০০ কিলোমিটারের চেয়েও লম্বা যানজটের খবর প্রকাশিত হতে দেখা গেছে। তবে এটি ইতিহাসের দীর্ঘ ট্রাফিক যানজট নয়। গিনেস রেকর্ড অনুযায়ী সবচেয়ে দীর্ঘ ট্রাফিক যানজটের ঘটনা ঘটেছিল ১৯৮০ সালে ফ্রান্সের প্যারিসে

সুতরাং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাজ্যের লস এঞ্জেলেস শহরের একটি ছবিকে এডিট করে চীনের দীর্ঘ যানজটের বলে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর। 

Tags:

Related Stories