সামাজিক মাধ্যম ফেসবুকে দুটি ছবিকে গত ২০ সেপ্টেম্বর প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে মিশরের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত বিক্ষোভের ছবি বলে প্রচার করা হচ্ছে। একটি পোস্টে বলা হয়েছে-
''ফেরাউনের উত্তরসূরি মিশরের বর্তমান প্রেসিডেন্ট হাজার হাজার মুসলিমদের হত্যাকারি ইহুদীবাদের একান্ত গনিষ্ঠ বাজন আব্দেল ফাতাহ আল সিসির বিরুদ্ধে মিশরের প্রতিটি শহর জুরে আন্দোলন হচ্ছে। আল্লাহ এই জালিমকে ধ্বংস করুক তার পতন হোক, আমিন।''
বাংলাদেশের সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবি দুটি যুক্ত কিছু পোস্ট দেখুন নিচের স্ক্রিনশটে। কিছু পোস্টে দুইয়ের অধিক ছবিও ব্যবহার করা হয়েছে যেগুলো চলতি সেপ্টেম্বর মাসের বিক্ষোভের নয়।
ফ্যাক্ট চেক:
উল্লেখ্য, মুহাম্মদ মুরসীকে হটিয়ে ২০১৩ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা তৎকালীন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি বর্তমানে মিশরের প্রেসিডেন্ট। গত শুক্রবার মিশরের গিজা, আলেকজান্দ্রিয়া ও কায়রোসহ বিভিন্ন অঞ্চলে সিসির পদত্যাগের দাবীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।