সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও লাইভ মুডে প্রচার করে দাবি করা হচ্ছে, কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে জুমা'র নামাজের পর বিক্ষোভ করছে হেফাজতে ইসলাম। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২২ জুলাই শুক্রবার 'Elias Hossain' নামের একটি ফেসবুক পেজ থেকে লাইভ মুডে একটি ভিডিও প্রচার করে লেখা হয়, "🔴 জুমার নামাজ এর পর কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে রাজপথে হেফাজত।" অর্থাৎ পাঠকদের মনে হতে পারে গত শুক্রবার জুমার নামাজের পর এই বিক্ষোভ প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটির বর্ণনায় করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ২০২১ সালের ২৬ মার্চ মোদী-বিরোধী বিক্ষোভে অংশ নেয়া 'মুসল্লিদের হত্যা' ও হামলার প্রতিবাদে ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের সমর্থনে একটি ইসলামী সংগঠনের মিছিলের।
ভিডিওটির কী ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে, "Nazmul Hasan Chowdhury" নামের একটি ইউটিউব চ্যানেলে হুবহু ভিডিওটির দীর্ঘ ভার্সন পাওয়া যায়। ২০২১ সালের ২৭ মার্চ প্রিমিয়ার করা "হেফাজতের হরতালে পূর্ণ সমর্থন জানিয়ে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ইসলামী আন্দোলন" শিরোনামে ভিডিওটি ওই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। ভিডিওটি দেখুন--
ইউটিউব ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ভিডিওর স্ক্রিনশটের পাশাপাশি তুলনা দেখুন--
এই সূত্র ধরে সার্চ করার পর, ২০২১ সালের ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থন জানানোর খবর বিভিন্ন সংবাদ মাধ্যমেও এর আগের দিন প্রকাশিত হতে দেখা গেছে। তন্মধ্যে, দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে "হেফাজতের হরতালে ইসলামী আন্দোলনের সমর্থন" শিরোনামে খবর থেকে জানা যায়, ২০২১ সালের ২৬ মার্চ মোদী-বিরোধী বিক্ষোভে অংশ নেয়া মুসল্লিদের হত্যা ও হামলার প্রতিবাদে ২৮ মার্চ হেফাজতে ইসলাম হরতালে ঘোষাণা করে। এই হরতালের সমর্থন জানিয়ে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশে ২৭ মার্চ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক নয় এবং ২০২১ সালের ভিন্ন একটি বিক্ষোভে মিছিলের, কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের নয়।
সুতরাং ২০২১ সালের ভিন্ন একটি বিক্ষোভের ভিডিওকে কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে একটি দলের সাম্প্রতিক বিক্ষোভের ভিডিও বলে লাইভ মুডে প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।