সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও লাইভ মুডে প্রচার করে দাবি করা হচ্ছে, শাকিব খানকে দেখতে আবারও বোরকা পরে হাসপাতালে গেলেন নায়িকা অপু বিশ্বাস। দেখুন এমন কিছু ভিডিওটির লিংক এখানে, এখানে এবং এখানে।
গত ১১ আগস্ট 'Mst Fatema Akter' নামের ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও 'আবার ও বোরকা পড়ে ছেলে কে নিয়ে শাকিব খানের হসপিটালে অপু বিশ্বাস!' শিরোনামে লাইভ মুডে প্রচার করা হয়। ভিডিওটির বিস্তারিত অংশে দেখা যায়, বোরকা পরা একজন নারী হাসপাতালে ঢুকছেন এবং তাঁর সাথে একটি বাচ্চাকে কোলে থাকা এক ব্যক্তিকেও দেখা গেছে। এছাড়া শাকিব খানের শারীরিক অবস্থা নিয়েও দুজন চিকিৎসককে কথা বলতে দেখা যায়। লাইভ মুডে প্রচার করা ১৪ মিনিট ৪৮ সেকেন্ডের এই ভিডিওটির শিরোনাম দেখে মনে হচ্ছে ভিডিওটি সাম্প্রতিক কোন ঘটনার। দেখুন ভিডিওটির স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, শিরোনামসহ এই লাইভ ভিডিওটি বিভ্রান্তিকর। একাধিকভাবে সার্চ করে দেখা গেছে, ভিডিওটি পুরোনো, যা লাইভ মুডে প্রচার করা হয়েছে। ২০১৭ সালের এপ্রিল মাসে ভিডিওটি একাধিক ইউটিউব চ্যানেলে পাওয়া গেছে। তন্মধ্যে Creative Solution নামের একটি ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয় ২০১৭ সালের ১৪ এপ্রিল। 'Shakib Khan hospitalised । Apu Biswas went there Secretly with her son' শিরোনামে ভিডিওটি আপলোড করা হয়, অর্থাৎ "হাসপাতালে ভর্তি শাকিব খান, সন্তানসহ গোপনে দেখতে গেলেন অপু বিশ্বাস"। ভিডিওটি দেখুন--
১৪ মিনিট ৪৭ সেকেন্ডের ২০১৭ সালের এই ভিডিওটি হুবহু লাইভ মুডে প্রচার করা হয়েছে আলোচ্য পেজটিতে। এছাড়া তৎকালে অর্থাৎ ২০১৭ সালে নায়ক শাকিব খানের হাসপাতালে ভর্তি হওয়া সংক্রান্ত একাধিক খবর পাওয়া গেছে গণমাধ্যমে। সেসব খবরে তাঁকে দেখতে নায়িকা অপু বিশ্বাসের হাসপাতােলে যাওয়া তথ্যও উল্লেখ আছে। 'শাকিব খান হাসপাতালে ভর্তি' শিরোনামে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এ সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় ২০১৭ সালের ১৪ এপ্রিল। টেলিভিশনটির ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে দেখুন প্রতিবেদনটি--
এছাড়া তৎকালে বাংলা ট্রিবিউনের অনলাইন ভার্সনেও অপু বিশ্বাসের বোরকা পরা ছবিসহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। দেখুন--
প্রতিবেদনটি দেখুন এখানে। বাংলা ট্রিবিউনের খবরটিতে বলা হয়, ২০১৭ সালের ১৩ মার্চ হঠাৎ বুকে ব্যথা উঠলে শাকিব খানকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয় এবং সেদিন বিকেলেই তাঁকে দেখতে সন্তানসহ নায়িকা অপু বিশ্বাস বোরকা পরে হাসপাতালে হাজির হন।
ভাইরাল ভিডিওটির শিরোনামে আবারও শাকিব খানকে দেখতে অপু বিশ্বাস বোরকা পরে হাসপাতালে আসার খবর প্রচার করা হচ্ছিল। অর্থাৎ মনে হচ্ছে একাধিকবার অপু বিশ্বাস এভাবে শাকিব খানকে হাসপাতালে দেখতে এসেছিলেন এবং সম্প্রতি আবারও তিনি শাকিব খানকে দেখতে হাসপাতালে গেছেন। কিন্তু এই দাবির পক্ষে গণমাধ্যমে কোনো খবর পাওয়া যায়নি।
অর্থাৎ বিভ্রান্তিকর শিরোনাম সহ ২০১৭ সালে শাকিব খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকাকালের একটি ভিডিওকে সাম্প্রতিক হিসেবে লাইভ মুডে প্রচার করা হচ্ছে; যা ভিত্তিহীন।