HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সাতক্ষীরার ভিডিওকে সিলেটের বন্যার দাবি করে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ২০২১ সালে সাতক্ষীরার প্রতাপনগরে বন্যার পানিতে দাঁড়িয়ে জুমার নামাজ আদায়ের ভিডিও এটি।

By - Md Abdullah Khan | 24 May 2022 1:20 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, সিলেটে চলমান বন্যা পরিস্থিতির মধ্যে পানিতে দাঁড়িয়ে মুসল্লিরা নামাজ আদায় করছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ১৯ মে 'Hojaifa Ahmad' নামের ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "সিলেটে মসজিদের ভিতরে পানি; তা ও কিছু মানুষ মসজিদের ভিতরে আল্লাহর হুকুম নামায আদায় করছেন।"। অর্থাৎ দাবি করা হচ্ছে ভিডিওটি সিলেটের। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি সিলেটের নয়, বরং ২০২১ সালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের একটি মসজিদে নামাজ আদায়ের ভিডিও এটি।

ভিডিওটি থেকে কী-ফ্রেম কেটে সার্চ করার পর, ২০২১ সালের ২১ জুন অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম বাংলাট্রিবিউনে "এবার কোমর পানিতে জুমার নামাজ আদায়" শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ফিচার ছবিতে যুক্ত করা মসজিদের অবকাঠামোর সাথে ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া মসজিদের অবকাঠামোর সহ বিভিন্ন বস্তুর হুবহু মিল পাওয়া যায়। যেমন আলোচ্য ভাইরাল ভিডিওতে মসজিদের দেয়ালে দেখতে পাওয়া সাদা রংয়ের দেয়াল ঘড়ির ও নামাজের সময়সূচি ডিজিটাল বোর্ডটির সাথে বাংলা ট্রিবিউনের ফিচার ছবির তুলনা দেখুন--

বাংলা ট্রিবিউন-এর থেকে নেয়া স্ক্রিনশট (বামে) এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ভিডিওর স্ক্রিনশট (ডানে)

অর্থাৎ ভিডিওটি একই মসজিদের, সিলেটের নয় বরং সাতক্ষীরার। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, "ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে প্রায় এক মাস আগে বাঁধ ভাঙায় সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে প্রতিদিনই ঢুকছে জোয়ারের পানি। যেন নদীর মধ্যে বসবাস করছে এ এলাকার মানুষ। চারদিকে পানি আর পানি। কোথাও কোনও শুকনো জায়গা নেই। সেজন্য বাধ্য হয়ে শুক্রবার (২৫ জুন) আবারও কোমর পানিতে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেছেন প্রতাপনগরের মুসল্লিরা"। একই খবর প্রকাশিত হয়েছে, ২০২১ সালের ২৯ মে সম্প্রচারমাধ্যম "JAMUNA TV" এর অনলাইন সংস্করণেও। 

আবার, ফেসবুক পোস্টে যুক্ত করা হুবহু মূল ভিডিওটি একসাথে খুঁজে পাওয়া না গেলেও ইউটিউব ও ফেসবুকের দুটি আলাদা ক্লিপে ভিডিওটি খুঁজে পাওয়া গেছে। আলোচ্য ভাইরাল ভিডিওটির ২০ সেকেন্ডের আগে অংশ খুঁজে পাওয়া যায় ২০২১ সালের অক্টোবর মাসে 'Max Jihad f' নামের একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা এই ইউটিউব ক্লিপে, এবং বাকি অংশটি খুঁজে পাওয়া যায় 'Khalid ibn al-Walid - The Sword of God' নামের একটি ফেসবুক পেজে, যা ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর পোস্ট করা হয়েছে। ভিডিওটি দেখুন--

Full View

অর্থাৎ ভিডিওটি সিলেটের নয় বরং সাতক্ষীরার প্রতাপনগর ইউনিয়নের একটি মসজিদের।

সুতরাং সাতক্ষীরার একটি মসজিদের পুরোনো ভিডিওকে সিলেটের সাম্প্রতিক বন্যার সময়ের দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories