HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

হাসনাত-সারজিসের গাড়ি দুর্ঘটনার দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল

পাকিস্তানভিত্তিক জিওনিউজ টিভিতে প্রচারিত পুরোনো ভিডিও পোস্ট করে হাসনাত-সারজিসের গাড়ি দুর্ঘটনার দাবিতে প্রচার করা হচ্ছে।

By - Mamun Abdullah | 30 Nov 2024 2:53 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকে একটি গাড়ি দুর্ঘটনার ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি দুর্ঘটনার ভিডিও। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এখানে

গত ২৮ নভেম্বর 'শেখ হাসিনার সৈনিক' নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে বলা হয়, “হাসনাত এবং সারজিস আলমের কার এক্সিডেন্টের নাটকের দৃশ্য। সত্য কখনো চাপা থাকে না.. শেয়ার করুন বেশি বেশি জাতি দেখুক।” ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি হাসনাত-সারজিসের গাড়ি দুর্ঘটনার নয় বরং পাকিস্তানের ভিন্ন একটি ঘটনার। হাসনাত-সারজিসের গাড়ি দুর্ঘটনার ঘটনাটি গত ২৭ নভেম্বরের, আর আলোচ্য ভিডিওটি গত ১৯ অক্টোবর পাকিস্তান ভিত্তিক জিওনিউজ টিভিতে প্রচার করা হয়।

ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে পাকিস্তান ভিত্তিক জিওনিউজ টিভির ইসন্টাগ্রাম আইডিতে একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ১৯ অক্টোবর প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, ফুল সজ্জিত গাড়িটি হঠাৎ রাস্তা অতিক্রম করে পাশের ফুটপাথে গিয়ে ধাক্কা খায়। একপর্যায়ে সেটি খাঁড়া হয়ে থেমে যায়। দুর্ঘটনার পর চালককে গাড়ি থেকে বের হতে দেখা যায়। ঘটনাটি করাচিতে ঘটে। ভিডিওটি দেখুন-- 


নিচে হাসনাত-সারজিসের গাড়ি দুর্ঘটনার দাবিতে প্রচারিত আলোচ্য ভিডিওর স্ক্রিনশট (বামে) এবং জিওনিউজ টিভিতে গতমাসে প্রচারিত ভিডিওর স্ক্রিনশটের (ডানে) মধ্যে মিল দেখুন পাশাপাশি-- 



অর্থাৎ ফেসবুকে প্রচারিত ভাইরাল ভিডিওটি হাসনাত-সারজিসের গাড়ি দুর্ঘটনার নয়। বরং ভিডিওটি গতমাসে পাকিস্তানের করাচিতে সংঘঠিত দুর্ঘটনার।


হাসনাত-সারজিসের গাড়ি যেভাবে দুর্ঘটনা ঘটে:

কি-ওয়ার্ড সার্চ করে “ট্রাকচাপা দিয়ে হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টা” শিরোনামে ‘কালের কণ্ঠ‘ পত্রিকার অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৭ নভেম্বর) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। স্ক্রিনশট দেখুন-- 



সুতরাং পাকিস্তানের করাচিতে ঘটা একটি সড়ক দুর্ঘটনার ভিডিওকে চট্টগ্রামে হাসনাত-সারজিসের গাড়ি দুর্ঘটনার বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories