সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাময়িক বরখাস্ত হওয়া মুখপাত্র নূপুর শর্মার কিছু ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, দিল্লির একটি শপিং কমপ্লেক্সে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তিকারী নুপুর শর্মাকে গণধোলাই দিয়েছে জনতা। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১২ জুন 'babunews24.com' নামের ফেসবুক পেজ থেকে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "আজকে দিল্লির একটি শপিং কমপ্লেক্সে মহানবীকে নিয়ে কটুক্তিকারী নুপুর শর্মাকে গণ ধো লাই দিয়েছে ইন্ডিয়ার তৌহিদী জনতা।" পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, নূপুর শর্মার ছবিগুলো সাম্প্রতিক নয় বরং ১৪ বছর পুরোনো একটি ঘটনার।
ফেসবুক পোস্টে যুক্ত করা তিনটি ছবিই রিভার্স সার্চ করার পর, ছবি মজুদকারী সংস্থা গেট্টি ইমেজেস-এর ওয়েবসাইটে খুঁজে পাওয়া গেছে।
প্রথম ছবি দেখুন--
দ্বিতীয় ছবি দেখুন--
গেট্টি ইমেজেস-এর ওয়েবসাইটে দুটি ছবির ক্যাপশনে বলা হয়েছে " এবিভিপি কর্মী ও ডিইউএসইউ সভাপতি নূপুর শর্মা ভারতের নয়াদিল্লিতে ২০০৮ সালের ৬ নভেম্বর দিল্লি বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে একটি সভায় অধ্যাপক এসএআর গিলানির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গেট ভেঙে ফেলছেন।"
তৃতীয় ছবি
এই ছবিটিও গেট্টি ইমেজেস-এর ওয়েবসাইটে খুঁজে পাওয়া গেছে। ছবিটির ক্যাপশনে লেখা হয়, "ভারতের নয়াদিল্লিতে ২০০৮ সালের ৬ নভেম্বর দিল্লি বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে একটি জনসভায় অধ্যাপক এসএআর গিলানির বক্তব্য রাখার সময় এবিভিপি কর্মী ও ডিইউএসইউ সভাপতি নূপুর শর্মা অধ্যাপক এসএআর গিলানির সাথে তর্কে লিপ্ত হয়েছে।" ছবিটি দেখুন--
গেট্টি ইমেজেস-এর দেয়া তথ্য মতে তিনটি ছবিই তুলেছেন হিন্দুস্তান টাইমসের সুশীল কুমার।
সার্চ করার পর, এই ঘটনা সম্পর্কে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়। ২০০৮ সালের ৮ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, অধ্যাপক এসএআর গিলানি এক সেমিনারে অংশ নেওয়ার সময় দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তৎকালীন সভানেত্রী এবং বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর কর্মী নূপুর শর্মা তাণ্ডব চালান।
অর্থাৎ নুপুর শর্মার ছবিগুলো দিল্লিতে সাম্প্রতিক আক্রান্ত হওয়ার নয় বরং ১৪ বছর আগের দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনার।
প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় এক টিভি চ্যনেলের বিতর্ক চলাকালীন মহানবীকে (সা.) নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি, দলটির মুখপাত্র নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত করেছে বলে খবর প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে।
সুতরাং, সম্প্রতি বরখাস্তকৃত ভারতের ক্ষমতাসীন দল বিজেপি দলীয় মুখপাত্র নূপুর শর্মার পুরোনো ছবি পোস্ট করে ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে।