HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত হওয়ার খবরটি ভিত্তিহীন

বুম বাংলাদেশ দেখেছে ছবিগুলো পুরোনো ও ভিন্ন ঘটনার; গত নভেম্বর মাসে এরকম দুর্ঘটনার খবরও খুঁজে পাওয়া যায়নি।

By - Md Abdullah Khan | 22 Dec 2021 11:04 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে দুর্ঘটনার তিনটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এগুলো গত নভেম্বর মাসে ঘটা সড়ক দুর্ঘটনার ছবি যেখানে ৫ পুলিশ সদস্য নিহত ও আরো ২৫ জন আহত হয়েছেন। ছবি তিনটির দুটিতে রাস্তায় রাখা কিছু লাশ ও এক পুলিশ সদস্যের প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে দেখা যায় এবং অন্যটিতে রাস্তার পাশের খুঁটির সাথে একটি পুলিশ ভ্যানকে সংঘর্ষরত অবস্থায় দেখা যাচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

গত ৯ নভেম্বর 'Abdullah Riyad' নামের একটি ফেসবুক আইডি থেকে করা ছবি তিনটি পোস্ট করে বলা হয়, "ব্রাহ্মণবাড়িয়া যে জায়গাতে ৯ জন‌ হেফাজত কর্মীকে ‌শহীদ করেছে পুলিশ। আজ সে জায়গাতেই পুলিশ গাড়ি এক্সিডেন্ট করে ২৫ জন আহত ৫ জন মারা গেছে।" ওই পোস্টের স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের বর্ণনায় করা দাবিটি অসত্য। ছবিগুলো পুরোনো বিভিন্ন দুর্ঘটনার খবর থেকে নেওয়া হয়েছে এবং সম্প্রতি দুর্ঘটনায় পুলিশ সদস্যদের হতাহতের খবরটিও ভিত্তিহীন।

পুলিশ সদস্যের চিকিৎসা গ্রহণের ছবি 

এই ছবিটি ২০২১ সালের ৫ এপ্রিল ব্রাহ্মনবাড়িয়ায় বাস ও পুলিশের ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২১ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনার। ঘটনার একটি ভিডিওতে ভাইরাল ছবিটি পাওয়া যায়। ফেসুবক পেজে প্রকাশিত ভিডিওর (বামে) একটি স্ক্রিনশট ও আলোচ্য ফেসবুক পোস্টের ছবি (ডানে) পাশাপাশি দেখুন--

ফেসুবক পেজে প্রকাশিত ভিডিওর (বামে) একটি স্ক্রিনশট ও বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবি (ডানে)

সংঘর্ষরত পুলিশ ভ্যানের ছবি

রিভার্স ইমেজ সার্চ করার পর, ২০১৯ সালের ৮ নভেম্বর বাংলাদেশি সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের "Three, including policeman, injured in Dhaka road crash" শিরোনামের একটি প্রতিবেদনে ভাইরাল পোস্টের হুবহু ছবিটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, তৎকালে রাজধানী ঢাকায় একটি সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ তিনজন আহত হওয়ার ঘটনার ছবি এটি। নিচের স্ক্রিনশটে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবি (বামে) ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত ছবির (ডানে) পাশাপাশি দেখুন--

বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবি (বামে) ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত ছবির (ডানে)

লাশের ব্যাগের ছবি

রিভার্স ইমেজ সার্চে লাশের ব্যাগের সারির ছবিটিও একটি অনলাইন পোর্টালে খুঁজে পাওয়া যায়। খবরে বলা হয়, ছবিটি চলতি বছরের ২৬ মার্চ রাজশাহীতে ঘটা এক সড়ক দুর্ঘটনার। উক্ত সড়ক দুর্ঘটনা সংক্রান্ত খবর দেখুন এখানে। নিচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবি (বামে) ও অনলাইন পোর্টালের প্রতিবেদনে প্রকাশিত ছবির (ডানে) পাশাপাশি স্ক্রিনশট দেখুন--

ফেসবুক পোস্টের ছবি (বামে) ও অনলাইন পোর্টালের প্রতিবেদনে প্রকাশিত ছবির (ডানে)

সার্চ করার পর, একই তারিখে প্রকাশত দৈনিক জনকণ্ঠের একটি খবরেও উক্ত ঘটনার অন্য মুহুর্তের একটি ছবি খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি পড়ুন এখানে

অর্থাৎ নিশ্চিতভাবেই ছবিগুলো সাম্প্রতিক নয় বরং ভিন্ন ভিন্ন একাধিক ঘটনার।

পাশাপাশি নভেম্বর মাসে পুলিশ সদস্যদের বহনকরা গাড়ির কোন দুর্ঘটনা ঘটেছে কিনা জানতে বহুবার অনুসন্ধান করেও কোন খবর পাওয়া যায়নি। অর্থাৎ খবরটিও ভিত্তিহীন।

সুতরাং পুরোনো বিভিন্ন ছবি একসাথে জুড়ে দিয়ে দুর্ঘটনায় পুলিশ নিহত হবার ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories