সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ক্ষতিগ্রস্ত কলা ক্ষেতে কৃষকের অসহায় অবস্থার চিত্র যুক্ত একটি ফটোকার্ড পোস্ট করে বলা হচ্ছে; ছবিটি সম্প্রতি পাবনায় যুবলীগের নেতাকর্মী কর্তৃক কৃষকের ৫০০ কলাগাছ কেটে ফেলার ঘটনার পরের দৃশ্য। এরকম একটি পোস্ট দেখুন এখানে। একই ছবি যুক্ত হুবহু আরো একটি ফটোকার্ডে এই ঘটনার ক্ষেত্রে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয় যুবদল কর্মীর নাম। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ৩০ ডিসেম্বর ‘Daily News’ নামক পেজ থেকে ফটোকার্ডটি পোস্ট করা হয়। ফটোকার্ডে উল্লেখ করা হয়, “পাবনায় কৃষকের ৫০০ কলাগাছ কাটলো যুবলীগের কর্মীরা”। পোস্টটির স্ক্রিনশট দেখুন–
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। পোস্টের ছবিটি সাম্প্রতিক ঘটনার নয় বরং ২০২২ সালে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পাবনায় ক্ষতিগ্রস্ত কলা ক্ষেতের ছবি। তবে গত ২৭ ডিসেম্বর ২০২৪ পাবনায় যুবলীগ কর্মী কর্তৃক ৫০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগের খবর পাওয়া গেছে। যদিও ছবিটি ভিন্ন ঘটনার।
ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে দৈনিক পত্রিকা ‘সময়ের আলো’ পত্রিকার অনলাইন সংস্করণে ২০২২ সালের ২৭ অক্টোবর “সিত্রাংয়ের আঘাত: পাবনায় মাঠের পর মাঠ পড়ে আছে কলা গাছ” শিরোনামে আলোচ্য ছবিটি সহ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, ছবিটি সে সময়ে পাবনায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত কলাগাছের। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে একই ঘটনার উপর ২০২২ সালের ৩০ অক্টোবর 'নয়া শতাব্দী' পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনেও একই দৃশ্যের ভিন্ন আরেকটি ছবি পাওয়া যায়। এখানেও ছবির ঘটনাটিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পাবনায় কলা বাগানের ক্ষতিগ্রস্ত অবস্থার ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের স্ক্রিনশত দেখুন--
অর্থাৎ, ছবিটি ২০২২ সালের ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত কলা ক্ষেতের।
যদিও গণমাধ্যমে সম্প্রতি পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মীর বিরুদ্ধে কৃষকের ৫০০ কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। প্রতিবেদনগুলোতে ঘটনার ছবিও পাওয়া যায়। এই ছবির সাথে ফেসবুকে প্রচারিত আলোচ্য ছবিটির মিল পাওয়া যায়নি।
এদিকে, ফেসবুকের একটি পোস্টে প্রচারিত দ্বিতীয় ফটোকার্ডটিতে একই ছবি যুক্ত করে উল্লেখ করা হয়েছে- “পাবনায় কৃষকের ৫০০ কলাগাছ কাটলো যুবদলের কর্মীরা”। তবে প্রথমে পাওয়া ফেসবুক পোস্টটিতে পাওয়া ২০২২ সালের ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত কলা বাগানের ছবি যুক্ত সাম্প্রতিক খবরের মূল ফটোকার্ডটির সাথে তুলনা করে দেখা যায় ফটোকার্ডটিতে 'যুবলীগের কর্মীরা' শব্দদ্বয় পরিবর্তন করে 'যুবদলের কর্মীরা' শব্দদ্বয় যুক্ত করে দেওয়া হয়েছে।
পুরোনো ছবিযুক্ত সাম্প্রতিক খবরের বিভ্রান্তিকর ফটোকার্ডের ছবি (বামে) এবং সম্পাদিত ফটোকার্ডের ছবির (ডানে) পাশপাশি তুলনা দেখুন--
অর্থাৎ দ্বিতীয় ছবিতে সম্প্রতি (২৭ ডিসেম্বর ২০২৪) পাবনায় যুবলীগ কর্মী কর্তৃক ৫০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগের খবরে প্রায় আড়াই বছর আগের ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পাবনায় ক্ষতিগ্রস্ত কলাগাছের ছবি ব্যবহার করে প্রচারিত ফটোকার্ডে যুবলীগের পরিবর্তে 'যুবদল' শব্দ যুক্ত করে প্রচার করা হয়েছে।
সুতরাং সামাজিক মাধ্যমে পুরোনো ও ভিন্ন ঘটনার ছবি যুক্ত ফটোকার্ডকে পরবর্তীতে সম্পাদনা করে রাজনৈতিক অপ-প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।