HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনার পুরোনো ছবি বিভ্রান্তিকর দাবিতে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ছবিগুলো সেনাবাহিনীর দুটি ভিন্ন গাড়ি দুর্ঘটনার, গণমাধ্যমে সম্প্রতি এমন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

By - Md Abdullah Khan | 24 Oct 2022 7:17 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে কয়েক ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ডিউটি থেকে ফেরার পথে সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ১ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২৩ অক্টোবর '𝙈𝘼𝙁𝙄𝘼 𝙌𝙐𝙀𝙀𝙉' নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "অত্যান্ত দুঃখের সাথে জানাচ্ছি যে🥺 🥺 আজ দুপুর ১ ঘটিকায় সময়, ডিউটি থেকে ফেরার পথে রোড এক্সিডেন্ট ১ জন নিহত এবং ৮ জন আহত হয়🥺 আহতদের নামঃ ১। করপোরাল( মো: তুহিন বিশ্বাস ) ২। ওয়ারেন্ট অফিসার ( সজীব হোসেন) ৩। সার্জেন্ট অফিসার ( মো:রাকিবুর রহমান ) ৪। কর্ণেল ( মো: রিয়াজুল ইসলাম ) ৫।কেপ্টেন ( মো : মোস্তফা সরদার ) ৬। লেফটেন্যান্ট ( মো : হাবিবুর রহমান ) ৭। ২ লেফটেন্যান্ট ( মো: আরিফ শেখ ) ৮। মেজর ( মো: সফিউল্লাহ মজুমদার) আহতদের দের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং নিহত সৈনিক ( মোঃ শাফিক )😭 সবাই আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করবো আমিন🥺" স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টে ব্যবহৃত ছবিগুলো সেনাবাহিনীর পুরোনো দুটি গাড়ি দুর্ঘটনার। পাশাপাশি গণমাধ্যম বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কোনো বরাতেই সম্প্রতি এরকম কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। 

ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে, ছবিগুলো ভিন্ন ভিন্ন খবরের সাথে পাওয়া যায়।

প্রথম দুটি ছবি

সেনাবাহিনীর গাড়ি দূর্ঘটনার ছবি দুটি রাজধানীর কলেজগেট এলাকায় ২০২০ সালের ১৬ এপ্রিল সেনাবাহিনীর একটি লরি দুর্ঘটনার বলে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সাথে খুঁজে পাওয়া যায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বরাতে উক্ত দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত ও ২১ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। ফেসবুক পোস্টে যুক্ত করা ছবিগুলো একটি ২০২০ সালের ১৬ এপ্রিল দৈনিক ইনকিলাবের অনলাইন সংস্করণে 'রাজধানীতে সড়ক দুর্ঘটনার শিকার সেনাবাহিনীর গাড়ি' শিরোনামে খবরের সাথে যুক্ত করা হয়েছে। খবর থেকে জানা যায়, তৎকালে সেনাবাহিনীর গাড়ি নিয়ে সেনাসদস্যদের টহল দেয়া অবস্থায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় একটি বাচ্চা ছেলে বাইসাইকেল নিয়ে গাড়িটির সামনে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে রাস্তার ডিভাইডারে লেগে সেনাবাহিনী গাড়িটি উল্টে যায়। এ সময় ১৫জন সেনা সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় একজন সেনা সদস্য মারা যান। স্ক্রিনশট দেখেন--

প্রতিবেদনটি পড়ুন এখানে

অপর ছবিটি অনলাইন সংবাদমাধ্যম সারাবাংলা ডটকমে 'রাজধানীতে দুর্ঘটনার শিকার সেনাবাহিনীর গাড়ি, ১ সেনা নিহত, আহত ২১' শিরোনামে খবরের সাথে দৈনিক ইনকিলাবের অনুরূপ বিবরণ সহ প্রকাশিত প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি পড়ুন এখানে

তৃতীয় অর্থাৎ রক্তাক্ত সেনা সদস্যের ছবিটিও পুরোনো

রিভার্স ইমেজ সার্চ করে রক্তাক্ত সেনা সদস্যের ছবিটি অনলাইন সংবাদমাধ্যম বাংলাদেশ জার্নালে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর "সেনাবাহিনীর গাড়ি উল্টে এক সেনা নিহত" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, তৎকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খুর্ণিয়া এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি উল্টে এক সেনা সদস্যের মৃত্যু হয়। দুর্ঘটনায় কমপক্ষে ২০ সেনা সদস্য আহত হন। একই ঘটনা সম্পর্কে নয়া দিগন্ত অনলাইনে প্রকাশিত খবরে নিহত সেনা সদস্যের নাম ল্যান্স কর্পোরাল শফিকুল ইসলাম ওরফে শফিক বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ জার্নালে ফেসবুক পোস্টে আলোচ্য তৃতীয় ছবিসহ প্রকাশিত খবরের স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি পড়ুন এখানে

আবার একাধিকবার অনুসন্ধান করেও গণমাধ্যম বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কোনো বরাতেই সম্প্রতি এরকম কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

অর্থাৎ ছবিগুলো পুরোনো পৃথক দুটি দুর্ঘটনার এবং সাম্প্রতিক সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনার কোনো খবরও খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং পুরোনো দুর্ঘটনার ছবি বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে।

Tags:

Related Stories