সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে অখ্যাত অনলাইন পোর্টালের লিংক পোস্ট করে গোপনাঙ্গে পুলিশের লাথিতে এক যুবকের মৃত্যুর খবর শেয়ার করা হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২০ জানুয়ারি 'নিউজ প্রতিদিন' নামের ফেসবুক পেজ থেকে অনলাইন পোর্টালের লিংক পোস্ট করে লেখা হয়, "গোপনাঙ্গে পুলিশের লাথিতে যুবকের মৃত্যু"। স্ক্রিনশট দেখুন--
হুবহু একই শিরোনামে প্রকাশিত অনলাইন পোর্টালের খবরটির বিবরণে লেখা হয়েছে, "গোপনাঙ্গে লাথি মারায় রবিউল ইসলাম খান (২৪) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হালিমকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে ওই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেএ ঘটনায় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিনগত রাতে এবং শুক্রবার সকালে জেলা সদর উপজেলার মহেন্দ্রনগরে মহাসড়ক (লালমনিরহাট-রংপুর) অবরোধ করে এলাকাবাসী।" অনলাইন পোর্টালের খবরের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি প্রায় এক বছর পুরোনো। ২০২২ সালের এপ্রিল মাসে মাসে লালমনিরহাটে গোপনাঙ্গে পুলিশের লাথিতে রবিউল ইসলাম খান নামে এক যুবকের মৃত্যুর কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর, অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম বাংলানিউজ২৪ ডটকমে 'গোপনাঙ্গে লাথিতে যুবকের মৃত্যু, সেই এসআই ক্লোজড' শিরোনামে ২০২২ সালের ১৫ এপ্রিল প্রকাশিত একটি খবরে লেখা হয়েছে, "গোপনাঙ্গে লাথি মারায় রবিউল ইসলাম খান (২৪) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হালিমকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে ওই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিনগত রাতে এবং শুক্রবার সকালে জেলা সদর উপজেলার মহেন্দ্রনগরে মহাসড়ক (লালমনিরহাট-রংপুর) অবরোধ করে এলাকাবাসী।" স্ক্রিনশট দেখুন--
খবরটি ভোরের কাগজ-এর অনলাইন সংস্করণেও প্রকাশিত হতে দেখা যায়। মূলত বাংলানিউজ ২৪ ডটকমে প্রকাশিত খবরটিকেই সাল তারিখ সুস্পষ্টভাবে উল্লেখ ছাড়াই কপি করে সাম্প্রতিক হিসাবে প্রচার করা হচ্ছে অনলাইন পোর্টালগুলোতে।
অর্থাৎ খবরটি সাম্প্রতিক নয় বরং প্রায় এক বছর পুরোনো।
সুতরাং প্রায় এক বছর আগের একটি খবর কোনো তথ্য পরিমার্জন না করেই অপ্রাসঙ্গিকভাবে নতুন খবর হিসাবে প্রকাশ করা হচ্ছে অনলাইন পোর্টালে, যা বিভ্রান্তিকর।