সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, বলিউডের নায়ক সালমানের স্ত্রী হচ্ছেন নায়িকা সোনাক্ষী। দেখুন এমন দুটি খবর এখানে, এখানে এবং এখানে।
গত ২২ জুলাই 'Maasranga24.com' নামের ফেসবুক পেইজ থেকে একটি খবর পোস্ট করা হয় যার শিরোনাম ছিল, 'শেষপর্যন্ত সোনাক্ষীই হচ্ছেন সালমানের স্ত্রী!' খবরটির বিস্তারিত অংশে বলা হয়, 'দাবাং থ্রি' নামের বলিউডের এক সিনেমায় সোনাক্ষীকে দেখা যাবে সালমান খানের স্ত্রী'র ভূমিকায়। এছাড়া ছবিটির পরিচালক এবং প্রযোজক আরবাজ খান জানান, ছবিটির শুটিং শুরু হবে খুব জলদি। দেখুন সেই পোস্টটির স্ক্রিনশট--
সেই ফেসবুক পোস্টটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে। এছাড়া খবরটির আর্কাইভ পড়তে ক্লিক করুন এখানে।
ফ্যাক্টচেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, 'দাবাং থ্রি' সিনেমা সংক্রান্ত এই খবরটি পুরনো। মূলত ভাইরাল হওয়া খবরটি মূলধারার সংবাদমাধ্যম একুশে টিভির ২০১৯ সালের একটি প্রতিবেদনকে হুবহু কপি করে নতুন খবর হিসেবে প্রকাশ করা হয়েছে। একই শিরোনামের খবরটি প্রকাশিত হয়েছিল ২০১৯ সালের ১১ জানুয়ারি। দেখুন সেই খবরটির স্ক্রিনশট--
একুশে টিভির প্রতিবেদনটি পড়ুন এখানে।
যদিও আনন্দবাজারের ২০১৬ সালের একটি খবরেই বলা হয়েছিল, দাবাং থ্রি'তে নায়িকা হিসেবে থাকছেন সোনাক্ষী সিনহা। দেখুন আনন্দবাজারের সেই প্রতিবেদন এখানে।
অন্যদিকে 'দাবাং থ্রি' সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালের ২০ ডিসেম্বর। ২০১৯ সালের ২৮ ডিসেম্বর ঢাকা ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সিনেমাটি প্রকাশিত হওয়ার ১ সপ্তাহের মাথায় শতকোটি আয় করে ফেলেছে। দেখুন ঢাকা ট্রিবিউনের সেই সংবাদটি এখানে--
প্রতিবেদনটি দেখুন এখানে।
অর্থাৎ ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমা সংক্রান্ত পুরনো খবর বিভ্রান্তিকরভাবে ২০২১ সালে প্রকাশ করা হচ্ছে।