সামাজিক মাধ্যম ফেসবুকে অভিনেত্রী শাবানা এবং নায়িকা অপু বিশ্বাস সংক্রান্ত একটি খবর শেয়ার করা হচ্ছে। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ১১ নভেম্বর 'আমাদের বাংলাদেশ' নামের ফেসবুক গ্রুপে একটি খবরের লিংক শেয়ার করে বলা হয়, 'অপুর যে মন্তব্যে হতবাক হলেন জনপ্রিয় অভিনেত্রী শাবানা'। খবরটিতে বলা হয়, সম্প্রতি চিত্রনায়িকা অপু বিশ্বাস একজন 'লিজেন্ড'কে ইঙ্গিত করে ফেসবুকে একটি পোস্ট দিলে অনেকে অভিনেত্রী শাবানাকে এই ঘটনার সাথে জড়িয়ে ফেলে। পরবর্তীতে এ ব্যাপারে পাল্টা মন্তব্য করেন অভিনেত্রী শাবানা। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট--
খবরটির আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, অপু বিশ্বাসের ফেসবুক পোস্ট এবং শাবানার মন্তব্যের এই খবরটি পুরোনো। ২০২০ সালে দৈনিক প্রথম আলো অনলাইনে এ সংক্রান্ত একটি খবর পাওয়া যায়। ২০২০ সালের ১৯ জুন দৈনিক প্রথম আলোতে 'অপুর মন্তব্যে হতবাক শাবানা' শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছিল। দেখুন--
খবরটিতে বলা হয়, নন্দিত অভিনেত্রী শাবানাকে উদ্দেশ্য করে নায়িকা অপু বিশ্বাসের অভিমানী একটি ফেসবুক পোস্ট কদিন ধরে বেশ আলোচিত হচ্ছে। সেটি দেখে হতবাক হন যুক্তরাষ্ট্রপ্রবাসী শাবানা। এছাড়া ঘটনাটিকে দুঃখজনক হিসেবে মন্তব্য করেন শাবানা। মূলত দৈনিক প্রথম আলো পত্রিকার এই খবরটি হুবহু কপি করে একাধিক পোর্টালে সম্প্রতি প্রকাশ করা হয়েছে।
এছাড়া অপু বিশ্বাসের সেই আলোচিত পোস্টটিও খুঁজে পেয়েছে বুম বাংলাদেশ। গত বছরের ১৫ জুন সেই লেখাটি তিনি তার ব্যক্তিগত প্রোফাইলে পোস্ট করেন। দেখুন--
অর্থাৎ ২০২০ সালের শোবিজের একটি পুরোনো খবর নতুন দিন তারিখ দিয়ে প্রকাশ করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।