সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, প্রয়াত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের চেহারার আকৃতি পাওয়া গেল সাগরের ঝিনুকে! দেখুন এমন কিছু এখানে, এখানে এবং এখানে।
গত ১০ আগস্ট 'News Times' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি খবরের লিংক শেয়ার করে বলা হয়, 'লাদেনের চেহারার আকৃতি পাওয়া গেল সাগরের ঝিনুকে!'। হুবহু একই শিরোনামে প্রাকশিত খবরটিতে বলা হয়, সম্প্রতি ৬০ বছর বয়সী ডেব্রা অলিভা'র সাসেক্সের উইনচেলসি সমুদ্র সৈকতে স্বামীর সঙ্গে বিবাহবার্ষিকী উদযাপন করতে গিয়ে একটি ঝিনুক খুঁজে পান। সে ঝিনুকটি দেখতে অনেকটা বিন লাদেনের মত। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
খবরটির স্ক্রিনশটে প্রকাশের ডেটলাইন দেখুন--
এছাড়া আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, লাদেনের চেহারা সদৃশ ঝিনুক পাওয়ার খবরটি পুরনো। বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে খবরটি ২০১৯ সালে প্রকাশিত হয়েছিল। ২০১৯ সালের ১১ অক্টোবর বাংলানিউজ২৪ এ 'সাগরের ঝিনুকে লাদেনের মুখ!' শিরোনামে এ সংক্রান্ত খবর পাওয়া গেছে। দেখুন স্ক্রিনশট--
খবরটিতে বলা হয়, ৬০ বছর বয়সী ডেব্রা অলিভার সাসেক্সের উইনচেলসি সমুদ্র সৈকতে স্বামীর সঙ্গে বিবাহবার্ষিকী উদযাপন করতে গেলে সেখানে লাদেনের চেহারা সদৃশ ঝিনুকটি খুজে পান। পরে তিনি সেই ঝিনুকের ছবি তুলে সেটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
এছাড়া একই বছরের ১৪ অক্টোবর খবরটি কালের কন্ঠ অনলাইনেও প্রকাশিত হয়। দেখুন এখানে।
বিস্তারিত সার্চ করে একাধিক ব্রিটিশ গণমাধ্যমে খবরটি খুঁজে পাওয়া গেছে। তন্মধ্যে 'দি মিরর' পত্রিকার অনলাইনে খবরটি প্রকাশিত হয়েছিল ২০১৯ সালের ৯ অক্টোবর। দেখুন খবরটির স্ক্রিনশট-
খবরটি দেখুন এখানে।
অর্থাৎ লাদেনের চেহারা সদৃশ ঝিনুক পাওয়ার দুই বছর আগের খবরকে একাধিক অনলাইন পোর্টালে নতুন খবর হিসেবে প্রকাশ করা হচ্ছে যা বিভ্রান্তিকর।