সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, বলিউড সুপারস্টার সালমান খান তাঁর দেহরক্ষীর ছেলেকে নায়ক বানাচ্ছেন। দেখুন সেই পোস্ট এখানে এবং এখানে।
গত ২১ জুলাই "Dhaka Portal" নামের একটি ফেসবুক পেইজ থেকে একটি খবর পোস্ট করা হয় যার শিরোনাম, "বডিগার্ডের ছেলেকে নায়ক বানাচ্ছেন সালমান"। একই দিনে প্রকাশিত খবরটিতে বলা হয়, নিজের বডিগার্ড গুরমিত সিং জলি'র সন্তান টাইগার'কে নায়ক বানাচ্ছেন বলিউডের নায়ক সালমান খান। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
পোস্টটির আর্কাইভ দেখুন এখানে। এছাড়া খবরটির বিস্তারিত অংশের আর্কাইভ এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সালমানের দেহরক্ষীর ছেলেকে নায়ক বানানো সংক্রান্ত খবরটি পুরনো। গুগল সার্চ করে দেখা গেছে, অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ-এ ২০১৮ সালের ৫ জুলাই এই খবরটি প্রকাশিত হয়েছিল, যার শিরোনামসহ হুবহু তুলে দেয়া হয়েছে ভাইরাল খবরটিতে। 'বডিগার্ডের ছেলেকে নায়ক বানাচ্ছেন সালমান' শিরোনামে জাগোনিউজে প্রকাশিত সেই খবরটির স্ক্রিনশট দেখুন--
জাগো নিউজের প্রতিবেদনটি দেখুন এখানে।
এরপরের বছর অর্থাৎ ২০১৯ সালে দৈনিক প্রথম আলোতেও এই খবরটি প্রকাশিত হয়। 'দেহরক্ষীর ছেলেকে ছবির নায়ক' শিরোনামের খবরটি প্রকাশিত হয়েছিল ২০১৯ সালের ৬ নভেম্বর। দেখুন প্রতিবেদনটির স্ক্রিনশট--
প্রথম আলোর প্রতিবেদনটি দেখুন এখানে।
অর্থাৎ দেহরক্ষীর ছেলেকে সালমান খানের নায়ক বানানো সংক্রান্ত প্রায় তিন বছর আগের খবরকে নতুন খবর হিসেবে প্রকাশ করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।