সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, বুকের দুধ বিক্রি করে লাখপতি হয়েছেন সাইপ্রাসের এক নারী। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ২৯ জুলাই 'Dhaka Wire' নামের ফেসবুক পেজ থেকে একটি খবর শেয়ার করা হয় যার শিরোনামে বলা হয়, 'বুকের দুধ বিক্রি করেই লাখপতি নারী'। গত ২৯ জুলাই প্রকাশিত খবরটির বিস্তারিত অংশে বলা হয়, সাইপ্রাসের ২৪ বছর বয়সী রাফেলিয়া ল্যামপ্রোউ নিজের বুকের দুধ বিক্রি করে লাখপতি হয়েছেন। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
পোস্টটির আর্কাইভ দেখুন এখানে। এছাড়া খবরটির আর্কাইভ ভার্সন পড়ুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি পুরনো। ২০১৮ সালে গণমাধ্যমে বুকের দুধ বিক্রি করে লাখপতি হওয়া সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছিল। ২০১৮ সালের ২ মার্চ বৃটিশ গণমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত খবরে বলা হয়, ২৪ বছর বয়সী রাফেলিয়া নামের এক মা তাঁর বুকের দুধ বিক্রি করে সেসময়ে প্রায় ৫ হাজার পাউন্ড আয় করেছিলেন। দেখুন সেই খবরের স্ক্রিনশট--
ডেইলি মেইলে প্রকাশিত খবরটি দেখুন এখানে।
একই সময়ে অর্থাৎ ২০১৮ সালে খবরটি সাইপ্রাসের গণমাধ্যমেও প্রকাশিত হয়েছিল। দেখুন সেই খবরটি এখানে।
এছাড়া বাংলা গণমাধ্যমেও খবরটি সেসময়ে প্রকাশিত হয়েছিল। দেখুন নিউজ এইটিনে ২০১৮ সালের ডিসেম্বরে প্রকাশিত খবরটির স্ক্রিনশট--
দেখুন প্রতিবেদনটি এখানে।
অর্থাৎ ২০১৮ সালের সাইপ্রাসের এক নারীর বুকের দুধ বিক্রির খবর অপ্রাসঙ্গিকভাবে সম্প্রতি নতুন খবর হিসেবে প্রকাশ করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।